ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ নিহত ৭

প্রকাশিত: ০৫:৪৭, ১ জানুয়ারি ২০১৭

সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ নিহত ৭

জনকণ্ঠ ডেস্ক ॥ শনিবার সড়ক দুর্ঘটনায় দাউদকান্দিতে পিতা-পুত্র, দিনাজপুরে বাস ও ট্রাক চালকসহ ৩ জন, গাজীপুরে এক ব্যক্তি ও গোপালগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- দাউদকান্দি ॥ সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার রায়পুরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন একই উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে ব্যবসায়ী সেলিম মেম্বার (৫৫) ও তার ছেলে ছারোয়ার হোসেন শ্যামল (২৭)। দিনাজপুর ॥ নবাবগঞ্জ উপজেলায় শনিবার সকালে যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। জানা গেছে, শনিবার সকাল ৬টার দিকে নবাবগঞ্জ উপজেলার রতœাপুকুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন বাস চালক আব্দুস সালাম (৪৫), যাত্রী দেবব্রত সাহা (৪২) ও ট্রাক চালক ঝন্টু মিয়া (৪২)। গোপালগঞ্জ ॥ মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দু’জন আহত হয়েছে। শনিবার দুপুরে টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সড়কের খালেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়ীয়া গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে তপন বিশ্বাস (১৬)। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী আরও দু’জন হাসিবুল (১৭) ও রহমতকে (২৫) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুর ॥ কালিয়াকৈরে বাসের চাপায় ভ্যান চালক আব্দুল মোমিন (৪০) নিহত হয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার নলুয়া গ্রামে। পুলিশ জানায়, চন্দ্রা স্পিনিং মিলের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকাগামী নিরালা পরিবহনের যাত্রীবাহী বাস শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে বিপরীত দিক থেকে আসা ভ্যানকে সজোরে ধাক্কা মেরে চাপা দেয়। এতে ভ্যান চালক মোমিন সড়কের উপর ছিটকে ঘটনাস্থলেই নিহত হয়।
×