ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীকে কুপিয়ে খুন ॥ চার লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:৪৭, ১ জানুয়ারি ২০১৭

ব্যবসায়ীকে কুপিয়ে খুন ॥ চার লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ কালকিনিতে ব্যবসায়ীকে দিনদুপুরে কুপিয়ে খুন করা হয়েছে। সিরাজগঞ্জ, কেরানীগঞ্জ, ভৈরব ও দাউদকান্দিতে চার লাশ উদ্ধার হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। মাদারীপুর ॥ পূর্ব শত্রুতার জের ধরে কালকিনি উপজেলায় দিন দুপুরে জুয়েল মৃধা-(৩৫) নামের একজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত ব্যবসায়ী এনায়েতনগর এলাকার খানকান্দি গ্রামের নান্না মৃধার ছেলে। খবর পেয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। শনিবার সকালে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, খানকান্দি গ্রামের কাঁচামাল ব্যবসায়ী জুয়েল মৃধার সঙ্গে একই এলাকার হেলাল খানের দির্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে। শনিবার বেলা ১১টার সময় ওই এলাকার চৌরাস্তার মোড়ে জুয়েল মৃধা নাস্তা খেতে যায়।এ সুযোগে একই এলাকার হেলাল খান ও গিয়াসউদ্দিন খানের নেতৃত্বে ৫/৬ যুবক রাম দা ও ডেগার দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে তাকে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন এসে রক্তাক্ত অবস্থায় জুয়েল মৃধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিরাজগঞ্জ ॥ এনায়েতপুর থানায় আবাসিক জোয়ার্দার হোটেলের তালাবদ্ধ রুম থেকে পুলিশ শুক্রবার রাতে অজ্ঞাত (৪৫) পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে। ওই হোটেলের কেয়ারটেকার বাবুল হোসেন হোটেলের এন্টি খাতা সূত্রে জানান, মোকছেদপুর বাহারা গ্রামের আব্দুর রহিম নামে এক ব্যক্তি ঐ নারীকে নিয়ে এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন হোটেলে স্বামী স্ত্রী পরিচয়ে বৃহস্পতিবার রাত ৯টার সময় থেকে অবস্থান করে। শুক্রবার রহিম হোটেল থেকে বের হয়ে গেলে দীর্ঘ সময় পার হলেও ফিরে আসে না। রুমটি তালাবদ্ধ থাকায় ও ডাকাডাকি করলেও ভেতর থেকে কোন সাড়া পাওয়া যায় না। পরে রাত নয়টার দিকে বিষয়টি থানা পুলিশ জানতে পেরে তালা ভেঙ্গে মহিলার লাশ বিছানায় পড়ে থাকতে দেখে। তার মাথার পাশে একটি জুসের বোতল পড়ে ছিল। কেরানীগঞ্জ ॥ কেরানীগঞ্জের ধলেশ্বরী নদীর লাকিরচর এলাকা থেকে ভাসমান অবস্থায় বস্তাবন্দী এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক নুরুল হুদা জানান, লাশের পুরো শরীর একটি কম্বল দিয়ে পেঁচানোর পর দড়ি দিয়ে বাঁধা ছিল। বস্তাটি উদ্ধারের পর ভেতরে লাশের সঙ্গে ৫টি টুকরো পাথর পাওয়া যায়। ভৈরব ॥ শনিবার বিকেলে ভৈরবের কালিকাপ্রসাদ এলাকার পূর্ববন্দ এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির গলাকাটা মৃত্যুদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসীর ধারণা রাতে তাকে হত্যা করেছে দৃর্বৃত্তরা। মৃতদেহের পাশে কয়েকটি ধারালো ছুরি ও নেশা জাতীয় দ্রব্য পাওয়া গেছে। দাউদকান্দি ॥ শনিবার বিকেল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার সেন্দি নামক স্থানে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। স্থানীয় লোকজন রাস্তার পাশে মুখবাঁধা অবস্থায় একটি বস্তা পড়ে থাকতে দেখে উৎসুক কয়েক জন বস্তার মুখ খুলে লেপ দিয়ে মোড়ান হাত-পা বাঁধা অবস্থায় মহিলার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেন।
×