ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফিরে দেখা ২০১৬ রাজশাহী

বছরজুড়ে আলোচিত রাবি শিক্ষক হত্যা

প্রকাশিত: ০৫:৪৭, ১ জানুয়ারি ২০১৭

বছরজুড়ে আলোচিত রাবি শিক্ষক হত্যা

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ আজকের নতুন সূর্য উদয়ের আগেই জীবনের পাতা থেকে ঝরে গেল ঘটনাবহুল ২০১৬। বিদায়ী বছরে রাজশাহী বেশ কয়েকটি ঘটনা নাড়া দেয় জাতীয় জীবনে। খুন-খারাবির চিত্র ছিল বছরজুড়েই। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. রেজাউল করিম সিদ্দিকী হত্যাকা-ের ঘটনায় আলোড়ন সৃষ্টি করে দেশজুড়ে। নৃসংশ এ হত্যাকা-ের রেশ চলে প্রায় ৬ মাস ধরে। প্রকাশ্য দিবালোকে জঙ্গী কায়দায় শিক্ষক রেজাউলের খুনের ঘটনা এখনও নাড়া দেয় রাজশাহীবাসীকে। বছরের সবচেয়ে আলোচিত ও নৃশংস হত্যাকা-টি ঘটে গত ২৩ এপ্রিল ভোর বেলা। কয়েকজন প্রশিক্ষিত কিলিং মিশনের দুর্বৃত্ত অধ্যাপক রেজাউল করিমকে তার শালবাগানের বাড়ির মাত্র ১০০ গজ দূরে একটি গলির ভেতর কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। জঙ্গী সংগঠন এ হত্যাকা- চালিয়েছে। এ ঘটনায় সারাদেশে প্রতিবাদের ঝড় ওঠে। বিশ্ব মিডিয়ায় স্থান পায় অধ্যাপক সিদ্দিকী হত্যার খবর। আর শিক্ষার্থী ও শিক্ষকদের আন্দোলনে প্রায় অচল হয়ে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সারাদেশে ওঠে প্রতিবাদের ঝড়। এ খুনের সঙ্গে জড়িত তিনজন পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান। কারাগারে মারা যায় একজন। এছাড়াও রাবি শিক্ষক অধ্যাপক আক্তার জাহান জলির আত্মহত্যা, রাবি শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যাকা-, আবাসিক হোটেলে জোড়া খুন, গুলিতে আওয়ামী লীগ নেতা জিয়াউল হক টুকু খুন, প্রতিবন্ধী নুরি ধর্ষণ ও হত্যা, পবায় পীর হত্যাকা- ব্যাপক আলোচনায় আসে। একের পর এক হত্যা, খুন, আর আত্মহত্যা নিয়ে বছরজুড়েই ব্যস্ত থাকতে হয় রাজশাহীর আইনশৃঙ্খলা বাহিনীকে। বছরের শেষভাগে ১৯ অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খুন হন মোতালেব হোসেন লিপু নামের এক ছাত্র। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লিপুর হত্যাকা- ছিল রাজশাহীতে আলোচনার শীর্ষে। ২২ এপ্রিল রাজশাহী মহানগরীর হোটেল নাইস ইন্টারন্যাশনাল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। হোটেল কক্ষে প্রেমিকা সুমাইয়া নাসরিনকে হত্যার পর প্রেমিক মিজানুর রহমান আত্মহত্যা করেছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হলেও ঘটনাটি নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়। এর একদিন পরেই ২৪ এপ্রিল রাজশাহী মহানগরীর নগর ভবনের সামনে নিজ চেম্বারে গুলি করে হত্যা করা হয় রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক জিয়াউল হক টুকুকে। নগর ভবনের সামনে টুকুর নিজ ব্যবসায়িক চেম্বারে তারই কয়েকজন বন্ধু তাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। রাজশাহী নগরীতে এ্যানি খাতুন (১১) নামের এক মানসিক প্রতিবন্ধী শিশু খুন হয়। গেল ৮ ডিসেম্বর এ ঘটনা ঘটে রাজশাহী মহানগরীর চ-িপুর এলাকায়। ময়নাতদন্ত শেষে ওই প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করার পর হত্যার আলামত পাওয়া যায়। এ নিয়ে নগরে ব্যাপক তোলপাড় শুরু হয়। এছাড়া ৬ জুন রাজশাহীর তানোরে শহিদুল্লাহ (৬০) নামে এক পীরকে গলাকাটা কেটে হত্যা, গোদাগাড়ীতে ব্যাটারিচালিত ভ্যানের জন্য শিশুকে জবাই করে লাশ মাটিচাপা, পুঠিয়ায় মালেকা বেগম (৫০) নামের এক নারীকে হত্যাকা-ের ঘটনা ছিল আলোচনায়। এছাড়া পহেলা মার্চ বাগমারার পরিত্যক্ত এক ইটভাঁটির হাউস থেকে মুদি দোকানির অর্ধগলিত লাশ উদ্ধার, পুঠিয়ায় বৃদ্ধকে জবাই করে হত্যা, নগরীতে স্ত্রীকে জবাই ও পবায় যৌন হয়রানির প্রতিবাদ করায় আবুল কালাম (৫০) নামের ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় রাজশাহী অঞ্চল জুড়ে।
×