ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এটিএম কার্ডে টাকা উত্তোলন চেষ্টা ॥ পিতা পুত্র আটক

প্রকাশিত: ০৫:৪৬, ১ জানুয়ারি ২০১৭

এটিএম কার্ডে টাকা উত্তোলন চেষ্টা ॥ পিতা পুত্র আটক

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩১ ডিসেম্বর ॥ কুড়িয়ে পাওয়া এটিএম কার্ডের মাধ্যমে বুথ থেকে টাকা উত্তোলনের চেষ্টাকালে পিতা-পুত্রসহ তিন প্রতারককে আটক করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে শহরের নিচাবাজার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলো, শহরের চকরামপুর এলাকার রমজান আলী (৪৫) ও তার ছেলে আব্দুল আলীম (২০) এবং আনোয়ার হোসেন (২২)। পুলিশ ও সোনালী ব্যাংকের এসিস্ট্যান্ট জেনারেল জাহিদুল ইসলাম জানান, গত ২০ ডিসেম্বর সোনালী ব্যাংকের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর শাখার ম্যানেজার উজ্জ্বল কুমারের কাছ থেকে ব্যাংকের ভল্টের চাবি, এটিএম কার্ড, চেকবইসহ ব্যাগ হারিয়ে যায়। বিষয়টি থানা ও ব্যাংককে অবহিত করেন ওই ম্যানেজার। গত বৃহস্পতিবার হারানো এটিএম কার্ড দিয়ে সোনালী ব্যাংকের প্রধান শাখা থেকে এক হাজার টাকা উত্তোলন করা হয়। টাকা উত্তোলনের বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে এলে সতকর্তা জারি করে কর্তৃপক্ষ। এদিকে সোনালী ব্যাংকের প্রধান শাখায় শনিবার সকালে পুনরায় এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে উত্তোলনের চেষ্টাকালে পিতা-পুত্রসহ তিনজনকে আটক করে নিরাপত্তাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এইউবিতে গণসঙ্গীত সন্ধ্যা বিজয়ের মাস উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গত ২৭ ডিসেম্বর গণসঙ্গীত সন্ধ্যার আয়োজন করে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)। এ আয়োজনের উদ্বোধন করেন এইউবির প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। উদ্ধোধনকালে উপাচার্য বলেন, সঙ্গীত আমাদের মনকে প্রশান্ত করে। আর দেশের গান আমাদের হৃদয় প্রশান্ত করার পাশাপাশি দেশপ্রেমেও উদ্বুদ্ধ করে। এশিয়ান ইউনিভার্সিটি তরুণ প্রজন্মের মনে দেশপ্রেম প্রোথিত করে দেয়ার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচী পালন করে। এইউবির মাসব্যাপী বিজয়ের আয়োজন এরই ধারাবাহিকতা মাত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ বোর্ড অব ট্রাস্টিজ সদস্য মিসেস সালেহা সাদেক, বোর্ড অব ট্রাস্টিজ ও সিন্ডিকেট সদস্য এসএম ইয়াছিন আলী, পরীক্ষা নিয়ন্ত্রক কেএম মনিরুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোশারফ হোসেন, ডেপুটি ডিরেক্টর (স্টুডেন্ট এ্যাফেয়ার্স) মিজানুর রহমান ভূঁইয়া প্রমুখ। Ñবিজ্ঞপ্তি সাইক্লিং ও ম্যারাথন দৌড় নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩১ ডিসেম্বর ॥ বাল্যবিয়ে, যৌতুক, যৌন হয়রানি, মাদকাসক্তি ও জঙ্গীবিরোধী শনিবার জেলাব্যাপী মেয়েদের সাইক্লিং ও তরুণদের ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বেলুন উড়িয়ে ও জাতীয়-সাংগঠনিক পতাকা উত্তোলন করে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর রেঞ্জের এ্যাডিশনাল ডিআইজি চৌধুরী মঞ্জুর কবীর (পিপিএম-বার)। অধ্যক্ষ সেলিমা আখতারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ-জামান এবং বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার ফরহাত আহমেদ, ৩০ বিজিবির পরিচালক লেঃ কর্নেল তুষার বিন ইউনুস, পিকেএসএফ’র উপ-মহাব্যবস্থাপক এএইচএম আব্দুল কাইয়ুম প্রমুখ। মণি সিংহ মেলা নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ৩১ ডিসেম্বর ॥ দুর্গাপুরে মণি সিংহ মেলা উদ্যাপন কমিটি আয়োজিত শনিবার থেকে সাত দিনব্যাপী শুরু হয়েছে মণি সিংহ মেলা। জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সকালে টঙ্ক স্মৃতিস্তম্ভে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। পরে ব্রিটিশবিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি মণি সিংহ স্মরণে প্রতিবারের মতো এবারও কমরেড মণি সিংহের ২৬তম মৃত্যুবার্ষিকীতে টঙ্ক স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এই প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশবরেণ্য বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মীগণ ও স্থানীয় সর্বস্তরের জনতা। বিকেলে দুর্গা প্রসাদ তেওয়ারী সভাপতিত্ব করেন।
×