ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিমলায় ভোট না দিয়ে ইউপি সদস্যরা বিপাকে

প্রকাশিত: ০৫:৪৬, ১ জানুয়ারি ২০১৭

ডিমলায় ভোট না দিয়ে ইউপি সদস্যরা বিপাকে

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলা পরিষদ নির্বাচনে পরাজিত দুই সাধারণ সদস্য প্রার্থীর কোপানলে পড়ে ডিমলা উপজেলার দুটি ইউনিয়নের ইউপি সদস্যরা একের পর এক লাঞ্ছিত হচ্ছে। বর্তমানে ইউপি সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। শুক্রবার রাতে পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। জানা যায়, গত ২৮ ডিসেম্বর নির্বাচনে ডিমলা উপজেলার গয়াবাড়ী, নাউতারা, খালিশা চাঁপানী ও ঝুনাগাছ চাঁপানী ইউনিয়ন নিয়ে গঠিত ৪ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী ছিল পাঁচ জন। প্রার্থীদের মধ্যে ১৮ ভোট পেয়ে বিজয়ী হন সেলিম সরকার। শুক্রবার রাত আটটার দিকে পরাজিত ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নের প্রার্থী মোজাম্মেল হকের সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে ঝুনাগাছ চাঁপানী ইউনিয়ন পরিষদ ঘেরাও করে ইউপি সদস্যদের খোঁজে। ইউপি সদস্যরা পালিয়ে যায়। বর্তমানে তারা আত্মগোপনে রয়েছে। মোজাম্মেল হকের সমর্থকদের অভিযোগ ইউপি সদস্যরা ১৫ হাজার করে টাকা নেয়ার পরেও তালা ভোট দেয়নি। ঝুনাগাছ ইউনিয়নের ইউপি সদস্যদের ইউনিয়ন পরিষদে প্রবেশ করতে দেয়া হবে না এমন আল্টিমেটাম দিয়ে বিক্ষোভকারীরা আগামী ৪ জানুয়ারি আরেক দফায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। অপর দিকে একই ওয়ার্ডের পরাজিত প্রার্থী মোজাফ্ফর হোসেনের সমর্থকরা একই দিন রাতে নাউতারা ইউনিয়নের ৬ ইউপি সদস্যকে আটক করে লাঞ্ছিত করে। বরিশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত এক স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছে। এরমধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর দুইটার দিকে গৌরনদী বন্দরে। জানা গেছে, বন্দরের মুরাদ স্টিল হাউজ শ্রমিকরা কাজ করার সময় আকস্মিক ঝালাইয়ের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ব্যবসায়ী মুরাদ, পার্শ্ববর্তী দোকানের ব্যবসায়ী মোফাজ্জেল পাইক, আলম, ইমাম হোসেন, রাসেল, পথচারী মিরাজুল ইসলাম ও নুশরাত খানম আহত হয়। আহতদের উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় মুরাদ, মোফাজ্জেল ও আলমকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা মোফাজ্জেলকে মৃত বলে ঘোষণা করেন। পায়রাবন্দর ফোর লেন সংযোগ সড়ক নির্মাণ উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩১ ডিসেম্বর ॥ ২০১৭ সালের প্রথমদিনেই আরও একটি সাফল্যের ক্ষণ বয়ে আসছে কলাপাড়াবাসীর জন্য। রবিবার সকাল ১০টায় পায়রাবন্দর থেকে কুয়াকাটাগামী মহাসড়কের রজপাড়া থেকে পায়রাবন্দর পর্যন্ত ফোর লেনের সংযোগ সড়কের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পাঁচ দশমিক ৬০ কিলোমিটার দীর্ঘ আধুনিক সুবিধা সংবলিত এ সড়ক নির্মাণে ২৫৪ কোটি ৫১ লাখ টাকা ব্যয় হবে। ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে সড়কটির নির্মাণ কাজ শেষ হবে বলে পায়রাবন্দর কর্তৃপক্ষ সূত্র নিশ্চিত করেছে। বাংলাদেশ নৌবাহিনী সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন করবে। ইতোমধ্যে সড়কটি নির্মাণ করতে ৫৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এ সড়কের উভয়পাশে বৃক্ষ রোপণ, প্রয়োজনীয় সংখ্যক ব্রিজ নির্মাণ, রাস্তা বিদ্যুতায়নসহ প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাস্তাটি কংক্রিটে নির্মাণ করা হবে।
×