ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাউফলে বই উৎসবের নামে চাঁদা নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৫:৪৫, ১ জানুয়ারি ২০১৭

বাউফলে বই উৎসবের নামে চাঁদা নেয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩১ ডিসেম্বর ॥ বাউফলে বই উৎসবের নামে প্রত্যেক স্কুল থেকে চাঁদা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আর এ নিয়ে শিক্ষকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। জানা গেছে, নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে স্থানীয় পাবলিক মাঠে বই উৎসবের আয়োজন করা হয়েছে। আর এর ব্যয় মেটাতে উপজেলার ২৩৬টি প্রাইমারী স্কুল থেকে ২শ’ টাকা করে এবং ৬১টি মাধ্যমিক ও ৬৭টি মাদ্রাসা থেকে ৫শ’ টাকা করে চাঁদা নেয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েক শিক্ষক অভিযোগ করেন, বিভিন্ন সময় অনুষ্ঠানের নামে তাদের কাছ থেকে চাঁদা নেয়া হয়। না দিলে রোষানলে পড়তে হয়। তাই বাধ্য হয়ে তারা চাঁদা দেন। এ ব্যাপারে বাউফল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম রাসেলের সাথে মোবাইল ফেনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা প্রত্যেক বছর নিজেদের মতো করে বিদ্যালয়ে বই উৎসব করে থাকি। এ বছর উপজেলা শহরে করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। তাই বোঝেনইতো... । এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার আলি আহাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বই উৎসবের জন্য আমরা কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে চাঁদা নেইনি। তা হলে এই বিশাল অনুষ্ঠানের কিভাবে ব্যয় মেটাবেন, এমন প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দিতে অপরগতা প্রকাশ করেন। পা দিয়ে পিইসিতে এ-গ্রেড নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৩১ ডিসেম্বর ॥ পা দিয়ে লিখে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় চাঁন মিয়া পেল এ-গ্রেড (৪.২৫)। সে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ২নং ওয়ার্ডের প্রবাসী ফজলুল হকের ছেলে। চাঁন মিয়া প্রতিবন্ধী বিদ্যালয় চান্দশী স্কুলের শিক্ষার্থী হয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয়। শারীরিক প্রতিবন্ধী চাঁন মিয়াকে নিয়ে ইতোপূর্বে দৈনিক জনকণ্ঠে প্রতিবেদন প্রকাশিত হয়। এ বিষয়ে ঘাটাইল চান্দশী প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভজন চন্দ্র নাথ জানান, এ বছর আমাদের স্কুল থেকে চার শিক্ষার্থী পিইসি পরীক্ষা দিয়েছে। এর মধ্যে দুজন শ্রবণ, একজন শারীরিক ও একজন বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থী ছিল। এ ব্যাপারে প্রতিবন্ধী চাঁন মিয়ার মা রতœা বেগম বলেন, আমার ছেলে পা দিয়ে পরীক্ষা দিয়ে ভাল ফলাফল করায় আমি সন্তুষ্ট।
×