ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজশাহী নগরী থেকে আজ উঠে যাচ্ছে ব্যাটারি রিক্সা

প্রকাশিত: ০৫:৪৫, ১ জানুয়ারি ২০১৭

রাজশাহী নগরী থেকে আজ উঠে যাচ্ছে ব্যাটারি রিক্সা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বছরের প্রথম দিন আজ রবিবার থেকে রাজশাহী নগরী থেকে উঠে যাচ্ছে দুই আসনের ব্যাটারিচালিত রিক্সা। যাত্রীদের নিরাপত্তা ও যানজট নিরসনের জন্য এসব রিক্সা বন্ধের সিন্ধান্ত নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন। সিটি করপোরেশনের পক্ষ থেকে এ নিয়ে কয়েকদিন ধরে মাইকিং শুরু হয়েছে। স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েও ঘোষণা দেয়া হয়। সূত্র জানায়, গত সেপ্টেম্বর মাসে রাসিকের সাধারণ সভায় এই রিক্সার নিবন্ধন বাতিল করা হয়। সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিজাম উল আযীম জানান, এই রিক্সার গতি নিয়ন্ত্রণ করা যায় না। এতে যাত্রীরা প্রতিদিন দুর্ঘটনার শিকার হয়। প্রতিনিয়ত প্রাণহানি ঘটছে। অনেকেই পঙ্গু হচ্ছেন। নগরীতে পাঁচ হাজারের বেশি দুই আসনের ব্যাটারিচালিত রিক্সার নিবন্ধন ছিল। এগুলোর নিবন্ধন ইতোমধ্যে বাতিল করা হয়েছে। সেপ্টেম্বরেই এসব রিক্সা তুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হলেও মালিকদের পক্ষে সময় চেয়ে অনুরোধ করা হয়েছিল। এসব রিক্সার মালিক অনেকেই এনজিও থেকে ঋণ নিয়ে রিক্সা কিনেছে। তাদের ঋণ পরিশোধ করার সময় দিতে হবে- এমন দাবি ছিল। মালিকদের আবেদনের প্রেক্ষিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছিল। তিনি বলেন, নগরের যানজট নিরসনে ইতিমধ্যে ছয় আসনবিশিষ্ট দুই হাজার অটোরিক্সারও নিবন্ধন বাতিল করা হয়েছে। এখন নগরীতে নিবন্ধিত করা এই রিক্সা রয়েছে ৬ হাজার পাঁচশ’। পর্যায়ক্রমে ছয় আসনের সব অটোরিক্সার নিবন্ধন বাতিল করা হবে বলে জানান তিনি। এদিকে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে স্থানীয় দৈনিকে জরুরি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এতে বলা হয়, আগের নির্দেশনা অনুযায়ী ৩১ ডিসেম্বরের পর ব্যাটারিচালিত দুই আসনবিশিষ্ট কোন রিক্সা চালানো যাবে না। কোন মালিক বা চালক এ আদেশ অমান্য করলে তাঁর রিক্সা আটক করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। নগরীর এইসব রিক্সা চালক জানায়, তারা খবর পেয়েছে। বৃদ্ধ এক রিক্সা চালক জানান, তিনি আইয়ুব খানের আমল থেকে শহরে রিক্সা চালাচ্ছেন। বয়স হওয়ায় আর পায়ে ঠেলা রিক্সা চালাতে পারেন না। এখন ব্যাটারিচালিত রিক্সা চালাচ্ছেন। তিনি বলেন, এসব রিক্সা বন্ধ করলে আর পাঁচজনের যা হবে তারও তাই হবে। তবে সিটি কর্পোরেশনের এ সিদ্ধান্তে খুশি পায়ে ঠেলা রিক্সাচালকরা। রিক্সাচালক জালাল উদ্দিন জানান, ‘সিটি কর্পোরেশন খালি বলেই, বন্ধ তো করে না’। তিনি বলেন, রিক্সার ব্যাটারি চার্জ দিতে অনেক বিদ্যুত খরচ হয়। তাছাড়া এই রিক্সা ঝুঁকিপূর্ণ। এগুলো যত দ্রুত বন্ধ করা যায়, ততই ভাল।
×