ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদেশে পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে

প্রকাশিত: ০৫:৪১, ১ জানুয়ারি ২০১৭

বিদেশে পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে

দেশীয় পণ্যকে বিদেশে রফতানি এবং বিদেশে দেশীয় পণ্যের নতুন বাজার সৃষ্টির জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ (সিএমসিসিআই) সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলে জানান সিএমসিসিআই সভাপতি এবং কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। তিনি বলেন, বিদেশে দেশীয় পণ্যের রফতানি বাড়লে দেশীয় পণ্যের অভ্যন্তরীণ বাজার সম্প্রসারিত হবে। একই সঙ্গে বিদেশে আমাদের পণ্যের চাহিদাও বাড়বে। চট্টগ্রামের হালিশহর আবাহনী মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে আয়োজিত ৩য় বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড ও এক্সপোর্ট ফেয়ারের (বিআইটিইএফ-২০১৬) সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি বলেন, দেশে উৎপাদিত পণ্যের গুণগত মান ভাল হওয়ায় বিদেশে আমাদের পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। -অর্থনৈতিক রিপোর্টার হাতির দাঁতের ব্যবসা নিষিদ্ধ হচ্ছে চীনে ২০১৭ সালের মধ্যে হাতির দাঁতের ব্যবসা ও এ সংক্রান্ত সমস্ত ধরনের কার্যক্রম নিষিদ্ধ করতে যাচ্ছে চীন। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী আন্তর্জাতিক বাণিজ্যিকীকরণ শীর্ষক সম্মেলনের কার্যবিবরণীর অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে বলে জানা গেছে। এর ফলে বাণিজ্যিক ব্যবসায়ীরা আগামী ৩১ মার্চের মধ্যে ও নিবন্ধনকৃত ব্যবসায়ীরা এ বছরের মধ্যেই তাদের ব্যবসার সমস্ত কার্যক্রম বন্ধ করতে আদেশ দেয়া হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা একে ঐতিহাসিক এবং পটপরিবর্তন হিসেবে স্বাগত জানিয়েছেন। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় হাতির দাঁতের বাজার হচ্ছে চীনে। সারা বিশ্বের প্রায় ৭০ ভাগ বেচাকেনা এখানেই হয়ে থাকে। কালোবাজারে প্রতি কেজি হাতির দাঁতের মূল্য প্রায় ১১০০ মার্কিন ডলার (৮৭ হাজার টাকা)। বিজ্ঞান সাময়িকীর মতে, ২০১১ সালে বিশ্বব্যাপী হাতির সংখ্যা ১ লাখে নেমে আসে যা ২০০২ সালে প্রায় ৩ লাখ ২২ হাজারের মতো ছিল। -অর্থনৈতিক রিপোর্টার
×