ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লেনদেনের শীর্ষে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস

প্রকাশিত: ০৫:৩৯, ১ জানুয়ারি ২০১৭

লেনদেনের শীর্ষে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের তালিকায় এক নম্বরে উঠে আসে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেড। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১২২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার হাতবদল হয়। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, বেশ কিছুদিন ধরেই কোম্পানিটির শেয়ারদর বাড়ছে। ডিএসইতে বৃহস্পতিবার সর্বশেষ ৫১ টাকা ৮০ পয়সায় বিবিএসের শেয়ার হাতবদল হয়। সমাপনী দরও ছিল ৫১ টাকা ৮০ পয়সা, যা আগের কার্যদিবসে ছিল ৫২ টাকা। এদিন ২ হাজার ৭৩১ বারে এ কোম্পানির মোট ৩৯ লাখ ৭৯ হাজার ২৭৩টি শেয়ার লেনদেন হয়। ৩০ জুন সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে বিবিএসের পরিচালনা পর্ষদ। উদ্যোক্তারা অবশ্য নগদ লভ্যাংশ নেবেন না। -অর্থনৈতিক রিপোর্টার বিপিডিবির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে খুলনা পাওয়ার জ্বালানি-বিদ্যুত খাতের খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল) বিদ্যুত সরবারাহের জন্য বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে করা দুটি চুক্তির মেয়াদ বাড়িয়েছে। কোম্পানিটি আগামী ৫ বছরের জন্য এ চুক্তির মেয়াদ বাড়িয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কেপিসিএল-২, ১১৫ মেগাওয়াট এইচএফওপাওয়ার প্লান্ট ও কেপিসিএল-৩, নওয়াপাড়া ৪০ মেগাওয়াট এইচএফও পাওয়ার প্লান্ট থেকে বিদ্যুত সরবরাহের জন্য এ চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। এর আগে দুটি পাওয়ার প্লান্ট থেকে বিদ্যুত সরবারাহের জন্য চলতি বছরের ১ জুন ও ২৯ মে বিপিডিসি ও কেপিসিএলের মধ্যে চুক্তি সম্পন্ন হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×