ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদেশী বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে ১৮.৫১ শতাংশ

প্রকাশিত: ০৫:৩৮, ১ জানুয়ারি ২০১৭

বিদেশী বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে ১৮.৫১ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছর দেশের শেয়ারবাজারে বিদেশী বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। ২০১৬ সাল শেষে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের বছরের তুলনায় বিদেশীদের লেনদেন ১৮ দশমিক ৫১ শতাংশ বেড়েছে। স্টক এক্সচেঞ্জটিতে ২০১৬ সালে বিদেশী বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ ৮ হাজার ৭৭৩ কোটি টাকা, যা ২০১৫ সালে ছিল ৭ হাজার ৪৬৫ কোটি টাকা। ডিএসই জানিয়েছে, বিদেশীদের লেনদেন ২০১৬ সালে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। একই সঙ্গে তাদের সিকিউরিটিজ বিক্রির পরিবর্তে ক্রয়ের হারও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ডিএসইর তথ্যমতে, ২০১৬ সালে বিদেশী বিনিয়োগকারীদের ৮ হাজার ৭৭৩ কোটি টাকার লেনদেনের মধ্যে ক্রয়কৃত সিকিউরিটিজের পরিমাণ ৫ হাজার ৫৭ কোটি ও বিক্রীত সিকিউরিটিজের পরিমাণ ৩ হাজার ৭১৬ কোটি টাকা। অন্যদিকে ২০১৫ সালে বিদেশী বিনিয়োগকারীদের ৭ হাজার ৪৬৫ কোটি টাকার লেনদেনের মধ্যে ক্রয়কৃত সিকিউরিটিজের পরিমাণ ছিল ৩ হাজার ৮২৫ কোটি ও বিক্রীত সিকিউরিটিজের পরিমাণ ছিল ৩ হাজার ৪৩৯ কোটি টাকা। লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক ও বিও হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুটি হচ্ছে- জাহিন স্পিনিং ও দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড।
×