ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৫:৩৭, ১ জানুয়ারি ২০১৭

অ ন্য র ক ম

৮০০ কর্মীকে উপহার যুক্তরাষ্ট্রে ১৯৭৭ সালে তৈরি হওয়া বার্চ এ্যাসোসিয়েটস সংস্থার সিইও গ্যারি বার্চ জানান, দীর্ঘ ১২ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন সংস্থার ৮০০ কর্মী। তাদের ক্যারিবিয়ান ক্রুজে পাঁচ দিনের ভ্রমণের পাশাপাশি কজুমেল আইল্যান্ডে একদিন পাঁচতারকা হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। সংস্থার সব কর্মীকেই নতুন বছরের ৯ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ছুটি দেয়া হয়েছে। ৮০০ কর্মীর সংস্থা এ উপহার দিতে পারছে, কারণ সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করেছে- জানান গ্যারি বার্চ। সংস্থার উপহারের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রশংসা করেছেন অনেকেই। -ইয়াহু নিউজ ২৫ ঘণ্টার ভিডিও ফোন শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন এনে তাক লাগাতে চলেছে চীনা এম২০১৭ মডেলের ৭০০০ মিলি এ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির স্মার্টফোন জিওনি। জিওনি কর্তৃপক্ষের দাবি, শক্তিশালী ব্যাটারির এ ফোনটিতে একবার চার্জের পর ২৫ দশমিক ৮৯ ঘণ্টা ভিডিও দেখা যাবে। সঙ্গে থাকবে ৯১৫ ঘণ্টারও বেশি স্ট্যান্ডবাই টাইম। ৫ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লের ৬ জিবি র‌্যামের হ্যান্ডসেটটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫৩ প্রসেসরে চলবে। -ইয়াহু নিউজ
×