ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন বছরের বার্তায় এ্যাঞ্জেলা মেরকেল

ইসলামপন্থী সন্ত্রাস জার্মানির সবচেয়ে বড় হুমকি

প্রকাশিত: ০৫:৩৫, ১ জানুয়ারি ২০১৭

ইসলামপন্থী সন্ত্রাস জার্মানির সবচেয়ে বড় হুমকি

ইসলামপন্থী সন্ত্রাসবাদ নিয়ে জার্মানি সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন। জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল শনিবার তার নতুন বছরের বার্তায় অবশেষে এ কথা স্বীকার করলেন। পাশাপাশি বার্লিনে ক্রিসমাসের আগে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে নতুন আইন প্রণয়নের অঙ্গীকার করেছেন। খবর বিবিসি ও টেলিগ্রাফের। বার্লিনে তিউনিসীয় শরণার্থীর চালানো ওই ট্রাক হামলার উদ্ধৃতি দিয়ে মেরকেল বলেন, সুরক্ষার আবেদন জানানো লোকজনের সন্ত্রাসী কর্মকা- চালানো খুবই উদ্বেগজনক বিষয়। ২০১৬ সাল ছিল অনেক কঠিন পরীক্ষার বছর। তারপরও জার্মানি সেগুলো কাটিয়ে উঠতে পারবে বলে তিনি নিশ্চিত ছিলেন। মেরকেল বলেন, আমরা যেভাবে আমাদের জীবনযাপন এবং কাজ করছি, সে হিসেবে আমরা সন্ত্রাসীদের বলতে চাই, আপনারা ঘৃণ্য খুনী। তবে আপনারা নির্ধারণ করতে পারবেন না, কিভাবে আমরা জীবনযাপন করছি এবং কিভাবে করতে চাই। আমরা স্বাধীন, সহানুভূতিশীল ও খোলামনের। দুই সপ্তাহ আগে বার্লিনের ক্রিসমাস মার্কেটের ভিড়ে তিউনিসীয় শরণার্থী আনিস আমরি ট্রাক চালিয়ে দিয়ে ১২ জনকে হত্যা করে। গত বছরের প্রথম দিকে এক আফগান কিশোর শরণার্থীর ট্রেনে কুড়াল হামলায় পাঁচজন আহত হয়। এছাড়া অপর এক সিরীয় শরণার্থীর আশ্রয় আবেদন প্রত্যাখ্যান হওয়ার পর এক পানশালার বাইরে নিজেকে উড়িয়ে দেন তিনি। এ ঘটনায় ১৫ জন আহত হয়। এসব হামলার কারণে মেরকেলের গত বছরের ১০ লাখের বেশি শরণার্থী ও অভিবাসী গ্রহণের নীতি সমালোচনার মুখে পড়ে। কিন্তু নববর্ষের বার্তায় মেরকেল বলেন, সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত আলেপ্পো শহরের ধ্বংসস্তূপের ছবিগুলো আমাদের দেখিয়ে দিচ্ছে যে, সংঘর্ষ থেকে বাঁচতে পালিয়ে আসা লোকদের আশ্রয় দেয়া জার্মানির জন্য কতটা গুরুত্বপূর্ণ ও সঠিক ছিল। গত কয়েক মাসের লড়াইয়ের পর আলেপ্পো থেকে বিদ্রোহীদের বিতাড়িত করেছে সিরীয় সরকারী বাহিনী। তিনি বলেন, এ সব কিছুতেই আমাদের গণতন্ত্র, আইনের শাসন ও মূল্যবোধের প্রতিফলন ঘটেছে। এগুলোর বিপরীত হলো ঘৃণাপূর্ণ সন্ত্রাসবাদের পৃথিবী। একসঙ্গে আমরা অনেক শক্তিশালী এবং আমাদের দেশও শক্তিশালী। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও পার্লামেন্টীয় গণতন্ত্র কাজ করছে না বলে যেসব নেতৃস্থানীয় ব্যক্তি বিশ্বাস করেন তাদেরও সমালোচনা করেছেন মেরকেল। তিনি আরও বলেন, ব্রিটেনে গণভোটের মাধ্যমে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তটি এর কার্যক্রমকে ধীর ও কঠিন করেছে। তবে এ বিষয়ে মনোযোগ দিতে হবে যে, একটি জাতিরাষ্ট্রের চেয়ে এটি সত্যই ভাল কিছু করতে পারে। কিন্তু আমরা জার্মানরা কখনই মনে করি না যে, একক জাতিতে ভবিষ্যতের সুখ নিহিত রয়েছে। সেপ্টেম্বরে মেরকেল চতুর্থ মেয়াদে চ্যান্সেলর হিসেবে নির্বাচনে লড়বেন।
×