ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাচছে সৌদি নারীরা!

প্রকাশিত: ০৫:৩০, ১ জানুয়ারি ২০১৭

নাচছে সৌদি নারীরা!

সৌদি আরবের নারীরা নাচতে পারেন না। এমনকি গান গাইতেও পারেন না। বাড়ির বাইরে যেতে হলে সঙ্গে রাখা লাগে মোহরেম পুরুষ। এমনই এক প্রেক্ষাপটে সম্প্রতি সৌদি আরবের নারীদের নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। গত ২৩ ডিসেম্বর এই ভিডিও শেয়ার করার পর ইউটিউবে ১৫ লাখের মতো দর্শক ভিডিওটি দেখেছে। টুইটারেও কুড়িয়েছে ব্যাপক প্রশংসা। ভিডিওতে দেখা গেছে, বোরকা পরা নারীদের একটি গ্রুপ নাচছেন, গান গাইছেন, স্কেটবোর্ডে করে দৌড়াচ্ছেন এবং একসঙ্গে বাস্কেটবল খেলছেন। ভিডিওর শুরুতে দেখানো হয়, কয়েকজন নারী প্রাইভেটকারের সিটে বসছেন এবং একটি ছোট শিশু গাড়ির হুইল ধরে ঘোরাচ্ছে। এ সময় সৌদি নারীরা হাতে তালি দিতে থাকেন। সৌদি নারীদের গাড়ি চালনার ওপর নিষেধাজ্ঞা এবং বাইরে বের হলে পুরুষ মোহরেম সঙ্গে রাখার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতেই এই দৃশ্য- তা আর বলার অপেক্ষা রাখে না। ডিডিওতে দেখা যায়, সৌদি নারীরা রাস্তায় খেলনা স্কুটার চালাচ্ছেন এবং স্কেটিং করছেন। এ সময় সৌদি পুরুষরা তাদের দিকে তাকিয়ে থামতে বলছেন। কিন্তু নারীরা সেই আহ্বান পরোয়া করছেন না। বরং তারা যে কাজ করছেন তা অব্যাহত রেখেছেন। -এনডিটিভি
×