ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাড়ে ৭ ফুট লম্বা কুকুর

প্রকাশিত: ০৫:৩০, ১ জানুয়ারি ২০১৭

সাড়ে ৭ ফুট লম্বা কুকুর

গ্রেট ডেন জাতের কুকুর বড় আকৃতির জন্য পৃথিবীতে সুপরিচিত। জাতটি জার্মানির। এক একটি পুরুষ গ্রেট ডেন কুকুর ওজনে ৫৪ থেকে ৯০ কেজি পর্যন্ত হয়ে থাকে। লম্বায় সাধারণত এরা সাড়ে তিন ফুট থেকে চার ফুট হয়। তবে ইংল্যান্ডে এই জাতের একটি কুকুর পাওয়া গেছে যেটি লম্বায় সাত ফুট ছয় ইঞ্চি। এটি বিশ্বের সবচেয়ে লম্বা কুকুর হিসেবে নয়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে। কুকুরটির নাম ফ্রেডি। তার মালিক ক্লেয়ার স্টোনম্যান সম্প্রতি এই রেকর্ডের কথা প্রকাশ করেন। তিনি বলেন, ফ্রেডিকে বাচ্চা অবস্থায় পেয়েছিলেন। এত ছোট কুকুর ছানা আসলে হয় না। কিন্তু তিনি রীতিমতো বিস্মিত হন যখন দেখলেন ফ্রেডি তার বোন ফ্লিয়ারের চেয়ে অনেক বেশি বড় হলো। -ইউপিআই
×