ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে গুলি, প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার স্ত্রীর

প্রকাশিত: ০৫:২৯, ১ জানুয়ারি ২০১৭

আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে গুলি, প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার স্ত্রীর

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কেসিসির সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডনকে লক্ষ্য করে সন্ত্রাসীদের ছোড়া গুলিবর্ষণে শিপ্রা কুন্ডু (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার বেলা পৌনে ১১টার দিকে নগরীর দোলখোলা শিতলবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিপ্রা কুন্ডু শিল্প ব্যাংকের কর্মকর্তা চিত্তরঞ্জন কুন্ডের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলের ২ রাউন্ড গুলির খোসা এবং রক্তমাখা পলিথিনসহ বেশ কিছু আলামত জব্দ করেছে। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন। জানা গেছে, খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদ ডন শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত দোলখোলা মোড় এলাকায় সামসুর রহমান মানি ওয়েল ফেয়ার সেন্টারে ছিলেন। এরপর মোটরসাইকেলে পূর্ব বানিয়াখামার এলাকার বাড়ির উদ্দেশে রওনা হন। এর কিছুক্ষণ পর শিতলবাড়ির কাছে স্থানীয়রা গুলিবর্ষণের শব্দ শুনতে পান এবং এর পর পরই দোলখালা ম্যাচের মাঠ সংলগ্ন রাস্তায় শিপ্রা কুন্ডু নামের পথচারী রক্তাক্ত অবস্থায় পড়ে যান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে জেনারেল হাসপাতাল এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেলা পৌনে ১২টায় তিনি মারা যান। স্থানীয়রা জানান, শিতলবাড়ি মন্দির থেকে বের হয়ে ফেরার পথে শিপ্রা গুলিবিদ্ধ হয়েছেন। এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা জেড এ মাহমুদ ডন বলেন, বাড়িতে যাওয়ার পথে শিতলবাড়ি এলাকায় তার পূর্ব পরিচিত এক লোকের সঙ্গে মোটরসাইকেলে পেছনের সিটে বসা অবস্থায় তিনি কথা বলছিলেন। এ সময় দুইটি মোটরসাইকেলে আসা মুখোশধারী সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করতে গেলে দাঁড়িয়ে থাকা ওই লোকটি ধাক্কা দিলে মোটরসাইকেলসহ চালক ও তিনি পড়ে যান। তখন তিনি দৌড়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন এবং পুলিশ ও নেতাদের ফোনে ঘটনা জানান। এ সময় একাধিক রাউন্ড গুলিবর্ষণ করা হয়। ওই গুলি তার গায়ে লাগেনি। তবে একটি গুলি শিপ্রা কুন্ডুর বুকে লেগেছে যেটা তিনি পরে জেনেছেন। মুখোশ পরে থাকায় সন্ত্রাসীদের তিনি চিনতে পারেননি। এর আগেও দুইবার তার ওপর হামলা হয়েছে বলে তিনি জানান। এদিকে আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও পথচারী নারীর গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান মিজানসহ দলের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহনীর কর্মকর্তাবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকায় উদ্বেগ আতঙ্ক ছড়িয়ে পড়ে। খুলনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে তিনিসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সন্ত্রাসীদের আটকে অভিযান চালানো হয়েছে। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল করেছে। পরে স্থানীয় প্রেসক্লাবে সাংবাদিকদের ব্রিফিংকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি অভিযোগ করে বলেন, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় এর আগেও একাধিকবার জেড এ মাহমুদ ডনের ওপর হামলা হয়েছে। এ ব্যাপারে পুলিশ কর্তৃপক্ষকে বার বার বলা সত্ত্বেও কার্যকর কোন ব্যবস্থা না নেয়ায় এ দুর্বৃত্ত ও মাদক ব্যবসায়ীদের দুঃসাহস আরও বেড়ে গেছে। তিনি এ ঘটনায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান।
×