ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গী দমন ছিল বিদায়ী বছরের শ্রেষ্ঠ অর্জন ॥ নাসিম

প্রকাশিত: ০৫:২৯, ১ জানুয়ারি ২০১৭

শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গী দমন ছিল বিদায়ী বছরের শ্রেষ্ঠ অর্জন ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ দেশে প্রথমবারের মতো সুষ্ঠুভাবে জেলা পরিষদ নির্বাচন হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা জেলা পরিষদ নির্বাচন অসাংবিধানিক বলেন তাদের দলের নেতাকর্মীরাই ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে ভোট দিয়েছেন। তারা প্রমাণ করেছেন তাদের দল বিএনপির নেতাদের বক্তব্য অসাড়। নাসিক নির্বাচনের প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে নৌকা ও ধানের শীষ প্রতীকের ভোটযুদ্ধ হয়েছে। মানুষ দেশের উন্নয়ন, আইভী এবং নৌকা প্রতীককে ভোট দিয়েছেন। পরাজিত হয়েছে ধানের শীষ। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে নাসিক নির্বাচন প্রশ্নহীন নির্বাচন প্রমাণ হওয়ার পরও পরাজিত দলের প্রতিক্রিয়া জাতির জন্য দুঃখজনক বলেও স্বাস্থ্যমন্ত্রী মন্তব্য করেছেন। শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদায়ী বছরে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে জঙ্গী দমন ছিল শ্রেষ্ঠ অর্জন মন্তব্য করে তিনি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। সব শেষে তিনি নতুন বছরকে স্বাগত জানিয়ে সুখী সমৃদ্ধিশীল জাতি গঠনে সকলকে সহযোগিতা করারও আহ্বান জানান।
×