ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আলোচিত দশ

প্রকাশিত: ০৫:২২, ১ জানুয়ারি ২০১৭

আলোচিত দশ

স্টাফ রিপোর্টার ॥ আজ পহেলা জানুয়ারি, ২০১৭। ঘটনাবহুল ছিল বিদায়ী ২০১৬। বছরজুড়ে আলোচনায় ছিল জঙ্গীবাদ। নারী নির্যাতনের রোমহর্ষক ঘটনা। মৃত্যুর দুয়ার থেকে জীবনে ফিরেছেন কলেজছাত্রী খাদিজা। শিশুকে গুলি করে আলোচিত হওয়া সেই সংসদ সদস্য লিটন নিজেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তবে সবকিছু ছাপিয়ে এখন সবাই স্বাগত জানাচ্ছে ২০১৭ সালকে। রিজার্ভ চুরি ॥ বছরের শুরুতে বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় সংঘবদ্ধ চক্র। সারাবিশ্ব এ ঘটনায় হতবাক। সুইফট সিস্টেম ব্যবহার করে ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনে (আরসিবিসি) যাওয়া টাকার একটি বড় অংশ পরে ফিলিপিন্সের জুয়ার টেবিলে চলে যায়। কিছু টাকা ফেরত এসেছে বটে। কিন্তু সব টাকা আদৌ ফেরত পাওয়া যাবে কি-না তা নিয়ে এখনও সন্দেহ রয়েছে। হলি আর্টিজান ট্র্যাজেডি ॥ ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁয় অস্ত্রধারী সন্ত্রাসীরা ঢুকে পড়ল। সারারাত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কাটল সারাদেশের মানুষের। বিশ্ব সংবাদের শিরোনাম হলো গুলশান। দেশী-বিদেশী নাগরিকদের জিম্মি করা ৬ জঙ্গী পরে সেনাবাহিনীর ‘অপারেশন থান্ডার বোল্টে’ নিহত হয়। তবে অভিযানের আগেই জঙ্গীরা ২০ জিম্মিকে হত্যা করে। প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি ॥ ১৭ নবেম্বর বুদাপেস্টগামী প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে ত্রুটি দেখা দেয়। হাঙ্গেরি সফরে যাওয়ার পথে শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং-৭৭৭ যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে অনির্ধারিত যাত্রাবিরতি করে। পরে প্রমাণ মেলে এ ঘটনা মানবসৃষ্ট। এর আগে গত ৮ জুন সৌদি আরব সফর শেষ করে দেশে ফিরে বিমান অবতরণের সময় রানওয়েতে ধাতব বস্তু দেখতে পান পাইলট। রানওয়েতে না নেমে প্রায় ২০ মিনিট বিমানটি আকাশে উড়তে থাকে। দুটি ঘটনায়ই তোলপাড় সৃষ্টি হয়েছে। তনু হত্যা ॥ গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের বাসার কাছেই সোহাগী জাহান তনুর লাশ পাওয়া যায়। ২১ মার্চ তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামাদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। তনু হত্যার বিচারের দাবিতে সোচ্চার হয়ে ওঠে সারাদেশ কিন্তু পুলিশ খুঁজে পেল না কারা তার খুনী। মিতু হত্যা ॥ গত ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। শুরুতে জঙ্গীরা এ হত্যাকা- ঘটিয়েছে বলে পুলিশ দাবি করলেও পরে বলছে ভিন্ন কথা। হত্যাকারী সন্দেহে দুজন ক্রসফায়ারে নিহত হয়েছে। কিন্তু খুনের রহস্য জানায়নি পুলিশ। দুই যুদ্ধাপরাধীর ফাঁসি ॥ গত ৩ সেপ্টেম্বর মীর কাশেম আলী আর ১১ মে আরও বড় যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসিও আলোচিত ছিল বছরজুড়েই। ফাঁসি ঠেকাতে সারাবিশ্বে লবিস্ট নিয়োগ করে বিশাল বিত্তবৈভবের মালিক মীর কাশেম আলী। তবে কোন বিত্তই অপরাধীকে বাঁচাতে পারে না, ফাঁসির মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। খাদিজার মৃত্যুজয় ॥ গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজে বিএ (পাস) পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় হামলার শিকার হন খাদিজা। সিলেট থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে এনে প্রথমেই লাইফসাপোর্টে রাখা হয় তাকে। কয়েক দিন পর লাইফসাপোর্ট খুলে দুই দফা অস্ত্রোপচারের ৫৩ দিন পর আশঙ্কামুক্ত হন খাদিজা। রাবি শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা ॥ ২৩ এপ্রিল সকাল ৭টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বাস ধরার জন্য বাসা থেকে বের হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী। তবে মুহূর্তের মধ্যে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যা করে পালানোর সময় জনতার হাতে আটক হয় ফাইজুল্লাহ ফাহিম নামে হত্যাকারীদের একজন। সাঁড়াশি অভিযানে জঙ্গী ধৃত॥ ১ জুলাই হলি আর্টিজানে হামলার পর ২৬ জুলাই কল্যাণপুরের জাহাজ বিল্ডিংয়ে অভিযান চালায় পুলিশ। এই প্রথম পুলিশী এ্যাকশনে নিহত হয় নতুন জেএমবির নেতারা। তারপর ২ সেপ্টেম্বর মিরপুরের রূপনগরে মেজর জাহিদ নামের আরেক জঙ্গী পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়। ২৭ আগস্ট আবার জঙ্গীদের ধরে ফেলে পুলিশ। নারায়ণগঞ্জে নিহত হয় তামিম চৌধুরীসহ তিনজন। গাজীপুরে ৮ অক্টোবর এবং আশকোনায় ২৪ ডিসেম্বর আবারও নিহত হয় জঙ্গীরা। সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন গুলিবিদ্ধ হয়ে নিহত ॥ ২০১৫ সালের ২ অক্টোবর সকালে সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের বাড়ির পাশের সড়কে চাচার সঙ্গে হাঁটতে বের হয় শিশু শাহাদাত। সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন শিশুর পায়ে গুলি করেন। ২০১৫ সালের আলোচিত এই সাংসদের পায়ে গুলি করে তিন যুবক। বছরের শেষ দিন শনিবার সন্ধ্যায় তিনি মারা যান।
×