ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলা শুরু

প্রকাশিত: ২৩:৪৫, ৩১ ডিসেম্বর ২০১৬

দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলা শুরু

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর(নেত্রকোনা)॥ জেলার দুর্গাপুরে কমরেড মণিসিংহ মেলা উদ্যাপন কমিটি আয়োজিত শনিবার থেকে সাতদিন ব্যাপি শুরু হয়েছে কমরেড মণি সিংহ মেলা। জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের মধ্যে দিয়ে সকালে টঙ্ক স্মৃতি স্তম্ভে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। পরে বৃটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা ,শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের মুক্তি সংগ্রাম ও সমাজতন্ত্রের মহান নেতা ,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি মণি সিংহ স্মরণে প্রতিবারের মত এবারও কমরেড মণি সিংহের ২৬ তম মৃত্যবার্ষিকীতে টঙ্ক স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে এই প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশবরেণ্য বুদ্ধিজীবি, সংস্কৃতিকর্মীগন ও স্থানীয় সর্বস্তরের জনতা । শ্রদ্ধা নিবেদন শেষে এক বিশাল বর্নাঢ্য র্যাসলি দুর্গাপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টঙ্ক স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে এসে শেষ হয়। বিকাল ৩ টায় মেলা উদ্যাপন কমিটির আহবায়ক বর্ষীয়ান রাজনীতিবীদ দূর্গা প্রসাদ তেওয়ারীর‘র সভাপতিত্বে টঙ্ক স্মৃতি স্তম্ভ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘কমরেড মণি সিংহ’ জীবন ও সংগ্রাম’ এর উপর বক্তব্য রাখেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, সিপিবি’র উপদেষ্টা ও সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খাঁন,সিপিবি কেন্দ্রিয় নেতা ডাঃ দিবালোক সিংহ, এ্যাড. এমদাদুল হক মিল্লাত, বাসদ কেন্দ্রীয় নেতা জাহিদুল হক মিলু, দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগ সভাপতি চন্দন বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক, আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ময়মনসিংহ উদীচী, চন্ডিগড় অনাথ আশ্রম ও রুপান্তর নাট্যগোষ্ঠী। উল্লেখ্য, মেলায় বিভিন্ন রকমারী প্রায় ৫শতাধিক স্টল স্থান পায়।
×