ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বড় হারে হোয়াইটওয়াশ বাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৬, ৩১ ডিসেম্বর ২০১৬

বড় হারে হোয়াইটওয়াশ বাংলাদেশ

অনলাইন ডেস্ক ॥ হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ২৩৬ রানের পুঁজি নিয়ে খুব একটা লড়তে পারল না বাংলাদেশের বোলাররা। ব্যাটিংয়ের পর ফিল্ডিংয়েও দিক হারাল মাশরাফি বিন মুর্তজার দল। অধিনায়কোচিত ব্যাটিংয়ে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দলকে ৮ উইকেটের দারুণ জয় এনে দিয়েছেন কেন উইলিয়ামসন। ওভারে ২ উইকেট হারিয়ে ২৩৭ রানের লক্ষ্যে পৌঁছায় নিউ জিল্যান্ড। তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতল স্বাগতিকরা। শূন্য রানে জীবন পাওয়া নিল ব্রুমের সঙ্গে ১৭৯ রানের জুটিতে নিউ জিল্যান্ডকে জয়ের পথে নিয়ে যান উইলিয়ামসন। ৯৭ রানে ব্রুম ফিরে গেলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক। এই ডানহাতি ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৯৫ রানে। নিউ জিল্যান্ডের স্পিনারদের বিপক্ষে যেখানে রানের জন্য ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের সেখানে স্বাগতিকরা সহজেই রান পেল সাকিব আল হাসান-তানবীর হায়দারদের বিপক্ষে। সাকিব ৮ ওভারে দিয়েছেন ৫৫ রান, তানবীর ২ ওভারে ২০, সাব্বির রহমান ৩ ওভারে ২০। মোসাদ্দেক হোসেন ৪ ওভারে ২৬, আরেক অফ স্পিনার মাহমুদউল্লাহ ১ ওভারে ৬ রান দিয়ে উইকেটশূন্য। ২৭ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার মুস্তাফিজ। মাশরাফি ৭ ওভারে ৩৬ ও আরেক পেসার তাসকিন আহমেদ ৭ ওভারে ৪১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
×