ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মণি সিংহের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৬:০৫, ৩১ ডিসেম্বর ২০১৬

মণি সিংহের মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের উপদেষ্টা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)’র সাবেক সভাপতি মণি সিংহের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯০ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিপিবিসহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। মৃত্যুবার্ষিকীতে মণি সিংহের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার পৃথক পৃথক বাণীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ সকাল সাড়ে সাতটায় পোস্তগোলা শ্মশানঘাটে কমরেড মণি সিংহের স্মৃতিস্তম্ভে সিপিবিসহ বিভিন্ন দল ও সংগঠনের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া নেত্রকোনার দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলা শুরু হবে যা চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত। এছাড়া ৭ জানুয়ারি কমরেড মণি সিংহ স্মরণে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে কমরেড মণি সিংহের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আজীবন ত্যাগের মধ্য দিয়ে কমরেড মণি সিংহ এ দেশে আদর্শিক রাজনীতির যে বীজ বপন করেছিলেন, তার ভিত্তিতে শোষণমুক্তির সংগ্রাম অগ্রসর করতে হবে। মণি সিংহের স্বপ্নের সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়েই তাঁর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান সঙ্কট কাটাতে রাজনীতির আদর্শবাদী ধারাকে অগ্রসর করতে হবে। কমরেড মণি সিংহের আদর্শকে শক্তিশালী করা ছাড়া মানুষের মুক্তি ঘটবে না। মণি সিংহ ১৯০১ সালের ২৮ জুলাই কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা কালী কুমার সিংহের মৃত্যু হলে, মা সরলা দেবী ৭ বছরের মণি সিংহকে নিয়ে ময়মনসিংহের (বর্তমানে নেত্রকোনা) সুসং দুর্গাপুরে চলে আসেন। এখানে সরলা দেবী তার ভাইদের জমিদারির অংশীদার হয়ে বসবাস শুরু করেন। স্কুলের শিক্ষাগ্রহণ করার সময় মণি সিংহ ব্রিটিশবিরোধী আন্দোলনে যুক্ত হন।
×