ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইংরেজী নববর্ষ ভাবনা

প্রকাশিত: ০৬:০২, ৩১ ডিসেম্বর ২০১৬

ইংরেজী নববর্ষ ভাবনা

নতুন বই রং করবো রাজিয়া সুলতানা রিমা নতুন বছর এলে আমার খুব আনন্দ লাগে। চারদিকে সব নতুনের আমেজ। নতুন বই, নতুন ক্লাস, নতুন টিচারÑ সব নতুন। মাঝে মাঝে নতুন নতুন বন্ধুও পাওয়া যায়। নতুন বই পড়তে আমার খুব ভাল লাগে। নতুন বই রং করতে অনেক মজা। নতুন বইয়ের ছবিগুলো কত সুন্দর থাকে। হলিক্রস স্কুল এ্যান্ড কলেজ, ৪র্থ শ্রেণী নৌকায় ভেসে নতুন বছরে মুনতাসির সিয়াম ইংরেজী বছরের শেষ দিন আজ। নতুন বছর মানেই নতুন কিছুর অপেক্ষা। সেই নতুনকে স্বাগত জানানোর জন্যই আমরা নববর্ষ পালন করে থাকি। প্রতি বছর নতুন বছরকে নতুনভাবে স্বাগত জানানোর জন্যই আমি আমার আশপাশে থাকা মানুষগুলোকে নিয়ে নতুন কিছু করার চেষ্টা করি। আমি এখন আমার গ্রামের বাড়িতে ছুটি কাটাতে এসেছি। পরিবারের সবার সাথে বেশ আনন্দের সাথে সুন্দরভাবে দিনগুলো কেটে যাচ্ছে। যেহেতু পরিবারের সাথে আছি, তাই আমার এবারের ইংরেজী নববর্ষের সেলিব্রেশনটাও পরিবারের সবাইকে ঘিরে। আমাদের শহরের পাশ দিয়ে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদ। যদিও সময়টা শীতকাল। তবুও আমি ঠিক করেছি আজ রাতে আব্বু, আম্মু এবং ছোট ভাইকে নিয়ে চলে যাব ব্রহ্মপুত্রের তীরে। সেখানে গিয়ে একটা নৌকা ভাড়া করে নেব। এমনকি রাতের খাবারটাও নৌকায় ভাসতে ভাসতেই খেয়ে নেব আমরা। সাথে নিয়ে যাব ফ্লাস্ক ভর্তি করে কফি। শীতের রাতে পরিবারের সাথে গল্প গুজব আর কফি খেতে খেতে নৌকায় ভাসতে থাকব। এক সময় নিজ গতিতে ঘড়ির কাটা ভাসতে ভাসতে পৌঁছে যাবে বারো টার ঘরে। আর আমিও পরিবারের সাথে নৌকায় করে নদীতে ভাসতে ভাসতে পুরনো বছরকে পেরিয়ে গিয়ে পৌঁছে যাব নতুন বছর ২০১৭ এর দোরগোড়ায়। আকাশে থাকা সুন্দর ঐ চাঁদটার দিকে তাকিয়ে ছোট্ট করে বলব, হ্যাপি নিউ ইয়ার। রাজউক উত্তরা কলেজ নতুন স্কুল ব্যাগ তানিয়া আবেদিন তানি নতুন বছরের প্রথম দিনে আমি স্কুলে যাব। নতুন ক্লাস, নতুন টিচার, নতুন নতুন বই পাব। খুব ভাল লাগে নতুন বইয়ের ছবি দেখতে আর পড়তে। নতুন বছরে সব নতুন বই, খাতা, স্কুল ব্যাগ, জামা, জুতা পাওয়া যায়। যা আমার খুব ভাল লাগে আর আমি সারাটা বছর অপেক্ষা করি কবে নতুন বছর আসবে আর নতুন নতুন জিনিস পাব। ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজ, ৫ম শ্রেণী
×