ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছড়া কবিতা

রবিউল হোসাইন-এর

প্রকাশিত: ০৬:০১, ৩১ ডিসেম্বর ২০১৬

রবিউল হোসাইন-এর

কি আনন্দ আজ আমাদের কি আনন্দ আজ আমাদের কি যে খুশি কী যে মজা নতুন বই হাতে পেয়ে আমরা হলাম নতুন রাজা। পরীক্ষায় করেছি পাস নতুন ক্লাসে ভর্তি হবো সেই স্বপ্নে বিভোর আমি হায় কোথায় আমি বই পাবো। আমার কোন উপায় নেই নতুন বই কেনার আমি খুবই গরিব মানুষ মা-বাবা নেই আমার। তবু পড়াশোনার ইচ্ছে খুব যতই হোক না কষ্ট স্কুলে তাই ভর্তি হই হইনি পথভ্রষ্ট। যেমন করেই হোক না কেন লেখাপড়া করবো সত্যিকারের মানুষ হয়ে শির উঁচিয়ে রইবো। আমরা নই গরিব এখন জীবন নয় শূন্য নতুন বইয়ের গন্ধ পেয়ে স্বপ্ন আমার ধন্য। নতুন বছর নতুন বছর এলো আবার অনেক দিনের পরে চারিদিক কি ঝলমল সুখানন্দ ঝরে। স্বপ্ন সবার মনে মনে সামনে ভবিষ্যতে আমরা যেন এগিয়ে যাই সকল দিন ও রাতে। যতই আসুক বাধা নিষেধ সব পেরিয়ে যাবো নববর্ষের শুভ দিনে এমন গান গাইবো। স্বাগতম হে শুভ্রতার জয় হোক মানবতার নতুন বছর নতুন করে আসুক ফিরে বারে বারে। বছর ঘুরে দিন গেল চলে দলে বলে বছর ঘুরে দিন চুপি চুপি বিধিলিপি তা তা ধিন্্ ধিন্। সারা বর্ষ পরামর্শ কী কী যে করি অবশেষে পরিশেষে ভেবে ভেবে মরি। নিরুপায় অসহায় যায় দিন রাত যে যায় সে-ই যায় স্মৃতিতে হঠাৎ। যায় ভেসে ম্লান হেসে অতীত সবার পোড়ে শুধু মন ধু ধু কেন যে আবার।
×