ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বছরের ব্যবধানে আবারও পানির দাম বাড়ছে চট্টগ্রামে

প্রকাশিত: ০৬:০০, ৩১ ডিসেম্বর ২০১৬

বছরের ব্যবধানে আবারও পানির দাম বাড়ছে চট্টগ্রামে

স্টাফ রিপোর্টার ॥ বন্দরনগরী চট্টগ্রামে চাহিদার অর্ধেক মেটাতে না পারলেও এক বছরের ব্যবধানে আবারও পানির দাম বাড়াতে যাচ্ছে ওয়াসা। এবার আবাসিক গ্রাহকদের ৩৭ শতাংশ এবং অনাবাসিক গ্রাহকদের ৩২ শতাংশ হারে দাম বাড়ানোর প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। গত বছর বাড়ানো হয়েছিল ৫ শতাংশ হারে। এত বিশাল হারে দাম বাড়ানোকে অযৌক্তিক দাবি করে অনিয়ম-দুর্নীতি বন্ধের পাশাপাশি সিস্টেম লস কমিয়ে আনার তাগিদ দিচ্ছে ক্যাব। নগরীর ৬০ লাখ মানুষের পানির চাহিদা কখনই মেটাতে পারেনি চট্টগ্রাম ওয়াসা। বর্তমানে ৫০ থেকে ৫৫ কোটি লিটার পানির চাহিদা থাকলেও এতদিন পর্যন্ত ওয়াসা সরবরাহ করছিল মাত্র ১৯ কোটি লিটার পানি। তবে সম্প্রতি পরীক্ষামূলকভাবে কর্ণফুলী প্রথম প্রকল্প থেকে কিছু পানি সরবরাহ করা হচ্ছে। চাহিদা মেটাতে না পারলেও আবারও পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। আবাসিক গ্রাহকদের আগে প্রতি ১ হাজার লিটার পানি ৭ টাকা ২৫ পয়সায় কিনতে হলেও এখন কিনতে হবে ১০ টাকায়। একই ভাবে অনাবাসিক গ্রাহকদের ২২ টাকার পরিবর্তে ৩২ টাকায় পানি কিনতে হবে।
×