ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় জমি নিয়ে বিরোধে নারী খুন

প্রকাশিত: ০৫:৫৩, ৩১ ডিসেম্বর ২০১৬

নেত্রকোনায় জমি নিয়ে বিরোধে নারী খুন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩০ ডিসেম্বর ॥ জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে দু’পক্ষের সংঘর্ষে রহিমা আক্তার (৪০) নিহত হয়েছেন। তিনি কেন্দুয়া উপজেলার পানগাঁও গ্রামের লিটন মিয়ার স্ত্রী। এ সময় উভয়পক্ষের চারজন আহত হয়। তারা হলেন নিহতের স্বামী লিটন মিয়া, তাঁর ছেলে আসাদ মিয়া, অপরপক্ষের কাঞ্চন মিয়ার স্ত্রী জহুরা আক্তার ও ভাতিজা রতন মিয়া। তাদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, পানগাঁও গ্রামের কাঞ্চন মিয়ার সঙ্গে একই গ্রামের লিটন মিয়ার জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দু’পক্ষ দেশী অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঝিনাইদহে চাচা নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, হরিণাকুন্ডুর কন্যাদহ গ্রামে ভাতিজার লাঠির আঘাতে আহত চাচা রবিউল ইসলামের (৪৭) মৃত্যু হয়েছে। জমা-জমি নিয়ে বৃস্পতিবার সন্ধ্যায় ভাতিজা ইমতিয়াজ হোসেন লাঠি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে। শুক্রবার ভোরে ঢাকা মেডিক্যালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। হরিণাকুন্ডু থানার ওসি মাহতাব উদ্দিন জানান, জমা-জমি নিয়ে চাচা রবিউল ইসলাম ও ভাতিজা ইমজিয়াজ হোসেনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। কলাপাড়ায় চাচাত ভাই নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, মাত্র তিন শতক জমি নিয়ে বিরোধে চাচাত ভাই নাজমুল হাওলাদারের মারধরে ঘটনাস্থলেই মারা গেল কৃষক শফি হাওলাদার (৪২)। লালুয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে শুক্রবার সকাল আনুমানিক সাড়ে নয়টায় ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। জানা গেছে, শুক্রবার সকালে তবলীগ জামাত থেকে বাড়ি আসেন শফি হাওলাদার। সকালে বাড়ির সামনে বসে মুড়ি খাবার সময় চাচা ইসমাইল হাওলাদারের ছেলে নাজমুল এসে জমি বুঝিয়ে দেয়ার জন্য বিতর্ক শুরু করে শফিকের সঙ্গে। ঝগড়ার এক পর্যায়ে নাজমুল শফি হাওলাদারকে কিল-ঘুষি-লাথি মারে। লক্ষ্মীপুরে ডাকাত নিজস্ব সংবাদদাতা লক্ষ্মীপুর থেকে জানান, রায়পুর উপজেলার চরমোহনার মিতালী বাজার এলাকার বিগমসীল গ্রামে ডাকাতিকালে গণপিটুনিতে আহত ডাকাত রুহুল আমিন (৩৫) মারা গেছে। শুক্রবার সকালে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ওই গ্রামে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে গণপিটুনি দিয়ে রুহুল আমিনকে গুরুতর আহত অবস্থায় পুলিশে সোপর্দ করে জনতা। নিহত রুহুল আমিন একই উপজেলার চরলক্ষ্মী গ্রামের এরশাদ হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে রায়পুর থানায় ৩টি ডাকাতি মামলা হয়েছে।
×