ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লন্ডনভিত্তিক জিআর ফাউন্ডেশন এখন বাংলাদেশে

প্রকাশিত: ০৫:৫১, ৩১ ডিসেম্বর ২০১৬

লন্ডনভিত্তিক জিআর ফাউন্ডেশন এখন বাংলাদেশে

রফিকুল হাসান চৌধুরী তুহিন, হবিগঞ্জ থেকে ॥ কেউন্ডা গ্রামসহ জেলার হতদরিদ্র মানুষের পথপ্রদর্শক হিসেবে সমাদৃত দানশীল ব্যক্তিত্ব লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিনের প্রত্যাশিত ‘জিআর ফাউন্ডেশন ইউকে’র আত্মপ্রকাশ ঘটল এবার বাংলাদেশে। লন্ডনের অত্যন্ত জনপ্রিয় সামাজিক সংগঠন ওই ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় চুনারুঘাট উপজেলাধীর কেউন্দা গ্রামে আয়োজন করা হয় বিশাল সুধি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাংবাদিক তুহিন চৌধুরী ও রহমত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে মুখ্য আলোচক ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মাহমুদ হাসান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের এক্সিকিউটিভ ডিরেক্টর নজরুল ইসলাম, দৈনিক জনকণ্ঠের মফস্বল ইনচার্জ মীর লিয়াকত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব জিয়াউর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবপত্মী মিসেস শাহিনা হাসান প্রমুখ। যুগ্ম-সচিব মাহমুদ হাসান, জেলা প্রশাসক সাবিনা আলম, গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের এক্সিকিউটিভ ডিরেক্টর নজরুল ইসলাম, একই প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার এক্সিকিউটিভ ডিরেক্টর তোফায়েল আহমেদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, দৈনিক জনকণ্ঠের হবিগঞ্জ সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন, দৈনিক খোয়াইয়ের যুগ্ম-সম্পাদক হারুনুর রশীদকে সংবর্ধনা দেয়া হয়।
×