ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মতলবগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে সাংস্কৃতিক আয়োজন

প্রকাশিত: ০৫:৪৬, ৩১ ডিসেম্বর ২০১৬

মতলবগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে সাংস্কৃতিক আয়োজন

সংস্কৃতি ডেস্ক : চাঁদপুরের মতলব উপজেলার মতলবগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি উপলক্ষে সাবেক শিক্ষার্থী, শিক্ষক, ছাত্র ও বিশিষ্টজনদের নিয়ে দু’দিনব্যাপী এক মিলনমেলার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মতলবগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র সমিতির উদ্যোগে ‘গৌরবোজ্জ্বল শতবর্ষ পূর্তি ও মিলনমেলা’ অনুষ্ঠান প্রধান অতিথি থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বিশেষ অতিথি থাকবেন বুয়েটের সাবেক ভিসি প্রকৌশলী ড. আবদুল মতিন পাটোয়ারী, মেজর জেনারেল (অব) ডাঃ মোখলেছুর রহমান (ডিজিএমএস), অধ্যাপক ডাঃ মোঃ গোলাম রসুল এফআরসিএস, সাবেক মন্ত্রী একেএম মাঈদুল ইসলাম এমপি, সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. শোয়েব আহমেদ এবং সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি প্রকৌশলী মোঃ সেলিম উদ্দিন। স্কুলের ব্যাচ ’৮৪-এর আয়োজনে রাত ১২-১ মিনিটে কেক কাটা হবে হবে। কাল ১ জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠানে চাঁদপুরের প্রতিষ্ঠিত শিল্পীসহ দেশবরেণ্য শিল্পীরা অংশগ্রহণ করবেন।
×