ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কল্যাণ ভাতা

৫৭৯ অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শিক্ষক কর্মচারীর হাতে চেক তুলে দিলেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৫:৪২, ৩১ ডিসেম্বর ২০১৬

  ৫৭৯ অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শিক্ষক কর্মচারীর হাতে চেক তুলে দিলেন শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী স্কুল-কলেজের ৫৭৯ জন অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শিক্ষক-কর্মচারীর হাতে কল্যাণ ভাতা ও অবসর সুবিধার ২৪ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বিশেষ বিবেচনায় শুক্রবার কল্যাণ ভাতা ও অবসর সুবিধার চেক তাদের হাতে তুলে দেয়া হয়েছে। রাজধানীতে এক শিক্ষক সমাবেশের মাধ্যমে চেক তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এদিকে শিক্ষার মান নিয়ে প্রশ্ন উত্থাপনকারীদের এক হাত নিলেন শিক্ষামন্ত্রী। বলেছেন, বাচ্চাদের রেজাল্ট হলেই কিছু বুদ্ধিজীবী টিভি টকশোতে গিয়ে বলেন, শিক্ষার মান নাকি কমে গেছে। এতে বাচ্চাদের মনোবল কমছে। যাদের ছেলেমেয়েরা দেশের বাইরে পড়ালেখা করে, তারা জেএসসি, সমাপনী পরীক্ষার বিরুদ্ধে কথা বলেন। ঢাকা সরকারী টিচার্স ট্রেনিং কলেজে শিক্ষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোঃ আলমগীর এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. এসএম ওয়াহিদুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু ও অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, গত ৬ বছরে ৫০ হাজার ৪৭২ জন অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শিক্ষক-কর্মচারীর মাঝে দুই হাজার ২শ’ কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্ট থেকে ৮৯১ কোটি টাকা বিতরণ করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার সব সময়ই সক্রিয় রয়েছে।
×