ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

নরেন বিশ্বাস পদক পেলেন ফেরদৌসী মজুমদার

প্রকাশিত: ০৫:৪২, ৩১ ডিসেম্বর ২০১৬

নরেন বিশ্বাস পদক পেলেন ফেরদৌসী মজুমদার

স্টাফ রিপোর্টার ॥ বরেণ্য বাচিকশিল্পী অধ্যাপক নরেন বিশ্বাসের প্রয়াণবার্ষিকী ছিল গত ২৭ ডিসেম্বর। তার মৃত্যুবার্ষিকীর দুই দিন পর কণ্ঠশীলন প্রবর্তিত এ বছরের নরেন বিশ্বাস পদক প্রদান করা হলো প্রখ্যাত অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদারকে। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বরেণ্য এই শিল্পীর হাতে পদক তুলে দেন কণ্ঠশীলনের সভাপতি ড. সনজীদা খাতুন। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার এবং বিশিষ্ট প্রাবন্ধিক ও লেখক মফিদুল হক। এ সময় কণ্ঠশীলনের সাধারণ সম্পাদক ফওজিয়া মান্নান ও সহসভাপতি তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন। নরেন বিশ্বাসকে ভাষা-প্রেমের এক কিংবদন্তি অভিহিত করে বক্তারা বলেন, ‘সহজ-স্বাভাবিক খাঁটি একটি বাংলা মন ছিল আর ছিল নিখাঁদ ভাষা-প্রেম। তিনি ছিলেন; থাকবেন। তার আদর্শ আমাদের লালন করতে হবে। ভাষাকে প্রাণ দিয়ে ভালবাসতে হবে।ফেরদৌসী মজুমদারকে অভিনন্দন জানিয়ে মফিদুল হক বলেন, আমাদের কালের শ্রেষ্ঠ এই শিল্পীর কাছ থেকে শেখার রয়েছে অনেক, তার প্রতি তাই ঋণ আমাদের অশেষ। অনুভূতি প্রকাশ করে ফেরদৌসী মজুমদার বলেন, দেশী-বিদেশী যত পুরস্কার পেয়েছি, নিঃসন্দেহে এ পুরস্কার শ্রেষ্ঠের কাতারে থাকবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল কণ্ঠশীলনের শিল্পীদের আবৃত্তি পরিবেশনা। এর আগে অনুষ্ঠানের সূচনা হয় কণ্ঠশিল্পী মহিউজ্জামান চৌধুরীর কণ্ঠে ‘হার মানা হার পরাবো তোমার গলে’ গানটি পরিবেশনের মাধ্যমে। ছায়ানটের শুদ্ধসঙ্গীত উৎসবের সমাপ্তি ॥ সন্ধ্যা থেকে ভোর অবধি বয়ে গেল সুর তাল আর লয়ের মায়াবি খেলা। উচ্চাঙ্গের কণ্ঠসঙ্গীতের সঙ্গে যন্ত্রসঙ্গীতের বৈভবময় পরিবেশনায় সাজানো ছিল আয়োজন। আর শাস্ত্রীয় সঙ্গীতের এমন সুরসুধা অবগাহন করলেন অসংখ্য শ্রোতা। তাদের সরব উপস্থিতিতে ¯িœগ্ধ হয়ে ওঠে ধানম-ির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তন। স্নিগ্ধতার সে আমেজে শুক্রবার শেষ হলো ছায়ানট আয়োজিত দুই দিনব্যাপী শুদ্ধসঙ্গীত উৎসব। ছুটির দিনে পৌষের সন্ধ্যায় শুরু হয় এ ধ্রুপদী সঙ্গীতাসরের দ্বিতীয় অধিবেশন। জয়নুল জসীম আল মুতী জন্মোৎসব ॥ শুক্রবার সকালে মুখরিত হয়ে ওঠে সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা প্রাঙ্গণ। এমন মুখরতার কারণ ছিল তিন বরেণ্য ব্যক্তিত্বের জন্মোৎসবের আয়োজন। উদ্্যাপন করা হলো শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৩তম জন্মদিন, পল্লীকবি জসীমউদ্্দীনের ১১৩তম জন্মদিন ও বিজ্ঞানী আবদুল্লাহ্্ আল মুতীর ৮৫তম জন্মবার্ষিকী। তাদের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত শিশু-কিশোরদের ছবি আঁকা, আবৃত্তি প্রতিযোগিতা ও বিজ্ঞানবিষয়ক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে এদিন পুরস্কার তুলে দেয়া হয়। সঙ্গে ছিল মেলার শিশুশিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। আলিয়ঁস ফ্রঁসেসে এ্যানিমেশন ফেস্টিভ্যাল ॥ এ্যানিমেশন এ্যান্ড ইন্টার এ্যাকটিভ টেকনোলজি এ্যাসোসিয়েশনের (আইটা) আয়োজনে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেসে শুরু হয়েছে এ্যানিমেশন ফেস্টিভ্যাল ‘এ্যানিমেলা-২০১৬’। শুক্রবার সকালে এ উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার।
×