ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাংবাদিকরাই গড়ে তোলেন জনমত, সংবাদপত্রই ভরসাস্থল ॥ নাছির

প্রকাশিত: ০৫:৪১, ৩১ ডিসেম্বর ২০১৬

সাংবাদিকরাই গড়ে তোলেন জনমত, সংবাদপত্রই ভরসাস্থল ॥ নাছির

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সাংবাদিকরাই জনমত গড়েন। সংবাদপত্র যেভাবে তথ্য উপস্থাপন করে সেভাবেই জনমত গড়ে ওঠে। নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিরাট ভূমিকা সাংবাদিকদের। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন চ্যালেঞ্জিং কাজ। কোন ঘটনা উপস্থাপনে ভিন্নতার কারণে পাঠকদের মধ্যে বিভক্তি ও বিভাজন তৈরি হয়। কিন্তু তারপরও সাংবাদিকরাই আমাদের ভরসার স্থল। চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধনী বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। শুক্রবার প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বন্দরে পরিচালিত ‘অপারেশন জ্যাকপট’ এর কমান্ডার কমোডর এ ডব্লিউ চৌধুরী বীর উত্তম, বীর বিক্রম। উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্যরা। চট্টগ্রাম সিটি মেয়র বলেন, সাংবাদিকদেরও ব্যক্তিগতভাবে পছন্দ-অপছন্দ কিংবা কোন আদর্শের প্রতি সমর্থন বা দুর্বলতা থাকতে পারে। এমনকি থাকতে পারে আঞ্চলিকতাও। এটাই বাস্তবতা। কিন্তু গণমাধ্যমকর্মীরা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এই বাস্তবতার উর্ধে থাকেন। নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হয় সংবাদপত্রের মাধ্যমে। তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে আমাদের অনেক প্রত্যাশা, ওরাই আমাদের স্বপ্ন। রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকলেও আমরা বাঙালী। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সকলের মৌলিক প্রত্যাশায় কোন পার্থক্য আছে বলে মনে করি না। দেশের ইতিহাস, ঐতিহ্য জানা সকল নাগরিকেরই কর্তব্য। আর এ সচেতনতা সৃষ্টিতে সংবাদপত্র ও সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। চসিক মেয়র আ জ ম নাছির বর্তমান রাজনৈতিক অবস্থা এবং মূল্যবোধ প্রসঙ্গে বলেন, ছাত্রজীবনে আমরা জনসভায় অনেক বক্তৃতা শুনতাম, সাধারণ মানুষও শুনতেন। এখন জনসভা বরং আগের চেয়ে অনেক বেশি। কিন্তু শ্রোতা নেই। সাধারণ মানুষ জনসভাকে পাশ কাটিয়ে চলে যায়। বক্তৃতা শুনতে আসে না। জনসভার বক্তৃতার শোনাকে এখন অনেকে সময় নষ্ট মনে করেন। জনমত গঠন এবং জনগণকে সচেতন করতে সংবাদপত্রই মূল ভূমিকা রেখে চলেছে। চট্টগ্রাম প্রেসক্লাবও এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি শহীদ উল আলম ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। আবৃত্তি শিল্পী ফারুক তাহেরের নির্দেশনায় অনুষ্ঠানে ‘বৃন্দ আবৃত্তি’ পরিবেশিত হয়। আবৃত্তি শিল্পী সকলেই ছিলেন প্রেসক্লাব সদস্যদের সন্তানরা। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ। বিকেলে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন ক্লাব ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ। সেখানে সর্বসম্মতিতে চট্টগ্রাম প্রেসক্লাবের বিগত অর্থবছরের বার্ষিক প্রতিবেদন পাস হয়। আজ নির্বাচন ॥ আজ শনিবার অনুষ্ঠিত হবে চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন। নির্বাচনে ১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮ জন প্রার্থী। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। ভোটাররা নির্বাচিত করবেন আগামী ২ বছরের জন্য নতুন ব্যবস্থাপনা কমিটি।
×