ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাগুরায় পরীক্ষায় ফেল করে পরীক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: ০০:২৭, ৩০ ডিসেম্বর ২০১৬

মাগুরায় পরীক্ষায় ফেল করে পরীক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় জেএসসি পরীক্ষায় ফেল করে মানের দুঃখে বৃহস্পতিবার রাতে রীমা আক্তার (১৩) এক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে জেলার শালিখার গোয়ালখালী গ্রামের শহীদ শিকদারের মেয়ে এবং চতুরবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী । আজ শুক্রবার দুপুরে মাগুরা সদর আধুনিক হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত অনুষ্ঠিত হয়। জানা যায়, জেলার শালিখার চতুরবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে রীমা আক্তার জেএসসি পরীক্ষায় অংশ নয় এবং আশা করেছিল পাশ করবে কিন্তু বৃহস্পতিবার দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে সে জানতে পারে পরীক্ষায় ফেল করেছে। এর পর মনের দুখে রাতে সকলের অলক্ষ্যে ঘরে দরজা বন্ধ করে আড়ার সাথে নিজের ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে শালিখা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়। আজ শুক্রবার দুপুরে মাগুরা সদর আধুনিক হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত অনুষ্ঠিত হয়। শালিখা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রীমা আক্তার জেএসসি পরীক্ষায় ফেল করে গলায় ফঁস দিয়ে আত্মহত্যা করেছে। এব্যাপারে শালিখা ইউডি থানায় মামলা হয়েছে।
×