ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

প্রকাশিত: ০০:০৫, ৩০ ডিসেম্বর ২০১৬

লক্ষ্মীপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনার মিতালী বাজার এলাকার বিগমসীল গ্রামে ডাকাতিকালে গণপিটুনিতে আহত ডাকাত রুহুল আমিন(৩৫) নিহত হয়েছে। শুক্রবার সকালে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ওই গ্রামে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে গণপিটুনি দেয়া হলে রুহুল আমিনকে গুরুতর আহত অবস্থায় পুলিশে সোপর্দ করে উত্তেজিত জনতা। নিহত রুহুল আমিন একই উপজেলার চরলক্ষী গ্রামের এরশাদ হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে রায়পুর থানায় ৩টি ডাকাতি মামলা হয়েছে। পুলিশ ও হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যবসায়ী শরিফ হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে তার বসত ঘরের দরজা ভেঙ্গে একদল ডাকাত ঘরে হানা দেয়। ডাকাতেরা তাকে পিটিয়ে আহত করে ঘর থেকে নগদ দু’লাখ টাকা ও কিছু স্বর্ণ গহনা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ডাকাত রুহুল আমিনকে ধরে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতিতে সকালে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশটি জেলা সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য রাখা হয়েছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বলেন, গণপিটুনিতে নিহত ডাকাত রুহুল আমিনের লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় পৃথক একটি ডাকাতি এবং অজ্ঞাত সংখ্যক লোককে আসামী করে অপর একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। তবে এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া যায়নি।
×