ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে বহিষ্কার করা হল ৩৫ রুশ কূটনীতিককে

প্রকাশিত: ১৯:১৬, ৩০ ডিসেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রে বহিষ্কার করা হল ৩৫ রুশ কূটনীতিককে

অনলাইন ডেস্ক॥ যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ইলেকশনে হস্তক্ষেপ করার অভিযোগ এনে ৩৫ রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করলো। এসব কূটনীতিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট পার্টি ও পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাকের অভিযোগ আনা হয়েছে। খবর দ্যা গার্ডিয়ানের। ওয়াশিংটন ডিসির দূতাবাস ও সান ফ্যান্সিসকোর কনস্যুলেট অফিস থেকে এই ৩৫ কূটনীতিককে সপরিবারে দেশ ত্যাগের জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের বহিষ্কারের এই সিদ্ধান্তকে ভিত্তিহীন দাবি করেছে রাশিয়া। সে সঙ্গে মার্কিন ইলেকশনে হস্তক্ষেপের সব অভিযোগ অস্বীকার করেছে তারা।
×