ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঝাড়খন্ডে কয়লাখনিতে দুর্ঘটনায় আটকা পড়েছেন বহু মানুষ

প্রকাশিত: ১৯:১১, ৩০ ডিসেম্বর ২০১৬

ঝাড়খন্ডে কয়লাখনিতে দুর্ঘটনায় আটকা পড়েছেন বহু মানুষ

অনলাইন ডেস্ক॥ ভারতের ঝাড়খন্ড রাজ্যে একটি কয়লাখনির গুহায় দুর্ঘটনায় বেশ কয়েকজন মানুষ ও গাড়ি আটকা পড়েছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। গোদা জেলার ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (ইসিএল) লালমাটিয়া কয়লাখনির প্রবেশপথ কাদামাটিতে ঢেকে যাওয়ায় গুহাটির ভেতরে থাকা মানুষেরা আটকা পড়েন বলে পুলিশ জানিয়েছে। খনিটির পাহাড়িয়া ভোরায়া অংশ দিয়ে ৪০টিরও বেশি গাড়ি গুহার ভেতরে প্রবেশ করেছিল। কুয়াশার কারণে রাতে অভিযান শুরু করা যায়নি বলে পুলিশ জানিয়েছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) দল দুপুর নাগাদ এখানে এসে পৌছুঁবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এরআগে গোদা জেলার পুলিশ সুপার হরিলাল চৌহান বলেন, “ঠিক কতজন মানুষ ও কয়টি গাড়ি ভেতরে আটকা পড়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান শুরু হওয়ার পরই বিষয়টি ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠবে। ” স্থানীয়রা বলছেন, প্রবেশপথের উপরে মাটির ঢিবিতে একটি ফাটল ছিল। সেটি ধসে পড়ে প্রবেশপথটি বন্ধ করে দিয়েছে। ভূপৃষ্ঠ থেকে থেকে ২০০ ফুট গভীরে খনিটির কার্যক্রম চলছিল।
×