ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিকল্প অভিধান রেজাউদ্দিন স্টালিন

প্রকাশিত: ০৬:৪৭, ৩০ ডিসেম্বর ২০১৬

বিকল্প অভিধান রেজাউদ্দিন স্টালিন

ঈ- কার দেবো- বাড়ী লিখতে কারণ আমি চাই আমার- বাড়ীটি শক্তপোক্ত হোক ই- কার নদির বেলায় বাঁধাহীন ছুটতে এরকম আদলই মানায় এবং ই- কার থাক পাখির ডানায় দিগন্তে অবাধ উড়াল চায় তার সাম্য দিতে হলে ই- কার লিখতে হবে- নারি ও রমণি ঈ- কার দিয়ে কঠিন করবো না পৃথিবীর- পরিক্ষাসমূহ ঘোমটা খুলে চন্দ্রবিন্দুহীন হোক- চাদ অপূর্ব লাগবে আর য- ফলা সমৃদ্ধ সূর্য্য আরো দীপ্তিমান এবং চন্দ্রবিন্দুর বোঝা ঝেড়েঝুড়ে মাথা- উচু অসীম আকাশ দেখবো ঈ- কার দেবো- নীচু শব্দে যেন ইতরবিশেষ ঈ- কারের মাহাত্ম্য সম্যক বুঝতে পারে মানব জীবন সহজে মেলে না বলে দীর্ঘুকার দেবো- মূক্তিতে এইভাবে তৎসম তুলে দেবো বদলে দেবো ধাতু ও প্রত্যয় এমন কী আরো দৃঢ় করে দিতে স্বাধীনতা সম ঈ- কার দিয়ে লিখবো- সংবীধান।
×