ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিলম্বিত ভেল্কিতে রাসেলকে রুখে দিল জামাল

প্রকাশিত: ০৬:১৮, ৩০ ডিসেম্বর ২০১৬

বিলম্বিত ভেল্কিতে রাসেলকে রুখে  দিল জামাল

স্পোর্টস রিপোর্টার ॥ এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে চ্যাম্পিয়ন হতে পারলে হ্যাটট্রিক ও চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হতে পারত শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড। কিন্তু সেই স্বপ্ন আগেই ধূলিসাত হয়ে গেছে তাদের। বৃহস্পতিবার তারা নেমেছিল এই লীগে নিজেদের শেষ ম্যাচটি খেলতে। প্রতিপক্ষ ছিল শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে হারতে হারতে বেঁচে গেছে তারা। ড্র করেছে ১-১ গোলে। নিজেদের ২২তম ম্যাচে এটা জামালের অষ্টম ড্র। ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে লীগ শেষ করল গত দুইবারের লীগ চ্যাম্পিয়ন জামাল। তবে ব্রাদার্স ইউনিয়ন (২১ ম্যাচে ৩০ পয়েন্ট) নিজেদের শেষ ম্যাচে জিতলে জামাল নেমে যাবে চার নম্বরে। পক্ষান্তরে সমান ম্যাচে এটা রাসেলের সপ্তম ড্র। ২৫ পয়েন্ট নিয়ে মৌসুমের লীগ শিরোপাধারীরা আছে আগের অষ্টম স্থানেই। পরাজয় এড়াতে লড়ছে শ্রীলঙ্কা স্পোর্টস রিপোর্টার ॥ সিরিজের প্রথম টেস্টে কঠিন পরীক্ষায় পড়েছে সফরকারী শ্রীলঙ্কা। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের জন্য ৪৮৮ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করছে তারা। পোর্ট এলিজাবেথে চতুর্থ দিনে চা বিরতির পর পর্যন্ত তারা ৩ উইকেটে ১২৩ রান তুলতে পেরেছে। ৮৭ রানের উদ্বোধনী জুটির পর টানা তিন উইকেট হারিয়ে এখন পরাজয় এড়ানোর লড়াই লঙ্কানদের। আগের দিন ৫ উইকেটে ৩৫১ রান নিয়ে বেশ ভাল অবস্থানে চলে যায় প্রোটিয়ারা। তখনই লিড হয়ে গিয়েছিল ৪৩২ রানের। চতুর্থ দিন সেই লিডকে আরও বড় করেছে তারা। কুইন্টন ডি ককের উইকেট হারিয়ে আরও ৫৫ রান যোগ করে ইনিংস ঘোষণা করে তারা। কক ৮৬ বলে ৬ চারে ৬৯ রান করে সাজঘরে ফেরেন। সঙ্গে সঙ্গেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয় প্রোটিয়ারা। অধিনায়ক ফাফ ডু প্লেসিস তখনও অপরাজিত ছিলেন ৮৬ বলে ৩ চারে ৬৭ রান নিয়ে। ৪৮৮ রানের বিশাল জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামে লঙ্কানরা। প্রথম ইনিংসে মাত্র ২০৫ রানে গুটিয়ে যাওয়া দলটি মধ্যাহ্ন বিরতির আগে থেকে চা বিরতির এক ঘণ্টা পূর্ব পর্যন্ত দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছে। দুই ওপেনার দিমুথ করুনারতেœ ও কৌশল সিলভা বেশ সাবলীল ভঙ্গিতেই ব্যাট চালাচ্ছিলেন। ৮৭ রানের জুটি গড়ে ওঠে দু’জনের মধ্যে। তবে বিপত্তি ঘটে এক ভুল বোঝাবুঝিতে। রানআউটের শিকার হন ওপেনার করুনারতেœ ১১৩ বলে ৫ চারে ৪৩ রান করার পর। এরপরই যেন বিপদ নেমে আসে। সিলভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন কাগিসো রাবাদা। তিনি ৪৮ রান করে ফিরে যান। কুসাল পেরেরা (৬) ফিরে যান দ্রুতই কেশভ মহারাজের স্পিনের ফাঁদে জড়িয়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ১২৩ রান তুলেছে লঙ্কানরা। এখনও ৩৬৫ রান করতে হবে। হাতে আছে ৭ উইকেট এবং আজকের দিনটিও। তবে টিকতে পারবে কিনা লঙ্কানরা সেটা সময়ই বলে দেবে। কুসাল মেন্ডিস ১৬ ও অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস ৩ রান নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। রোনাল্ডোর সমালোচনায় ম্যারাডোনা স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারের সবচেয়ে সফল বছর ২০১৬। দুইদিন আগে এক ভিডিও বার্তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজের মুখেই স্বীকার করেছেন তা। জাতীয় দল কিংবা ক্লাবের জার্সিতে, দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়েছেন সি আর সেভেন। যে কারণেই লিওনেল মেসিকে হটিয়ে সম্প্রতি চতুর্থবার ব্যালন ডি’অর পুরস্কার নিজের শোকেসে তুলেছেন তিনি। কিন্তু তারপরও রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টারের সমালোচনায় ডিয়েগো ম্যারাডোনা।
×