ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথম ডাবল শতক নাসিরের

প্রকাশিত: ০৬:১৭, ৩০ ডিসেম্বর ২০১৬

প্রথম ডাবল শতক নাসিরের

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন এলইডি টিভি ১৮তম জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) প্রথম ডাবল শতক করেছেন রংপুরের নাসির হোসেন (২০১)। এমনকি এবার লীগের পঞ্চম রাউন্ডের তৃতীয় দিন পর্যন্ত একমাত্র ডাবল শতকটিও নাসিরেরই। তার এ শতকে রংপুরও সুবিধাজনক স্থানেই আছে। সিলেটের বিপক্ষে জয়ের সম্ভাবনায় আছে। তুষার ইমরানের (১৪১) শতকে ঢাকা বিভাগকে উপযুক্ত জবাব দিয়েছে খুলনা। চট্টগ্রামের বিপক্ষে বিপাকেই পড়ে আছে রাজশাহী। ঢাকা মেট্রো ও বরিশাল ম্যাচটি ড্র’র দিকেই এগিয়ে চলেছে। প্রথম স্তর ॥ রকিবুল হাসানের পর যখন সাইফ হাসানও শতক করলেন, তখন ঢাকা বিভাগ দুর্দান্তভাবেই এগিয়ে চলছিল। দ্বিতীয় দিন ৩৬৬ রানে অলআউট হয়েছিল ঢাকা। এরপর ৫ উইকেটে ১৯৫ রান করে বিপাকেই ছিল খুলনা। কিন্তু তুষার ইমরান ৭১ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিন শতকই করে ফেললেন তুষার। ২৪০ বলে ১৯ চারে ১৪১ রান করেন তুষার। তার এ শতকে খুলনাও ৩৪২ রান করে। প্রথম ইনিংসে ২৪ রানে পিছিয়ে থাকলেও হারের সম্ভাবনা দূর করে ফেলেছে খুলনা। ঢাকা দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৩ উইকেটে ১০৩ রান করে। ১২৭ রানে এগিয়ে আছে। কিন্তু আজ পঞ্চম রাউন্ডের শেষদিন। দিনটিতে ঢাকারও এক ইনিংস এবং খুলনারও এক ইনিংস বাকি রয়েছে। তাতেই বোঝা যাচ্ছে, অঘটন কিছু না ঘটলে ড্রর দিকেই এগিয়ে চলেছে ম্যাচ। প্রথম স্তরের আরেক খেলায় ঢাকা মেট্রো প্রথম ইনিংসে ২৯২ রান করেছিল। এরপর বরিশাল ৫ উইকেটে ১৬৫ রান করে। তৃতীয়দিন ঘুরে দাঁড়ায় বরিশাল। আল আমিনের ৮৯ ও সালমান হোসেনের ৫৫ রানে ২৮০ রান করে। ঢাকা মেট্রো দ্বিতীয় ইনিংসে মার্শাল আইয়ুবের ৫৪ রানে ৪ উইকেটে ১৩৮ রান করে ১৫০ রানে এগিয়ে রয়েছে। নাটকীয় কিছু না ঘটলে ম্যাচটি ড্র হতে পারে। দ্বিতীয় স্তর ॥ রংপুরের বিপক্ষে সিলেট এখনও বিপাকে পড়ে আছে। প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয়েছিল সিলেট। এরপর দ্বিতীয় দিন নাসিরের অপরাজিত ১০৫ রানে রংপুর প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান করে। তৃতীয় দিনে নাসির ডাবল শতক করে ফেলেন। ৩৪৩ বল খেলে ২৪ চার ও ৩ ছক্কায় ২০১ রান করে আউট হন নাসির। সোহরাওয়ার্দী শুভও (৭৮) দুর্দান্ত ব্যাটিং করেন। নাসিরের সঙ্গে সপ্তম উইকেটে ১৪৬ রানের জুটি গড়েন শুভ। তবে নাসির আউট হতেই ৯ উইকেটে ৩৯৮ রান করা রংপুর ইনিংসও ঘোষণা করে। প্রথম ইনিংসেই সিলেটের চেয়ে ১২৬ রানে এগিয়ে যায়। এরপর সিলেট দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে যখন ৪৪ রান করে দিন শেষ হয়ে যায়। সিলেট এখনও ৮২ রানে পিছিয়ে আছে। আজ ম্যাচের চতুর্থদিনে বিপাকে থাকা সিলেটকে হারিয়ে দিতে পারে কিনা রংপুর, সেদিকেই নজর থাকছে। চট্টগ্রামে বিপাকেই পড়ে আছে রাজশাহী। প্রথম ইনিংসে ৩১৫ রান করেছিল চট্টগ্রাম। জবাবে দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২২৩ রান করেছিল রাজশাহী। বাকি থাকা দুই উইকেটে তৃতীয়দিন আর ৭ রান যোগ করতে পেরেছে রাজশাহী। এরপর দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ইয়াসির আলীর অপরাজিত ৭৮ ও তাসামুল হকের অপরাজিত ৫৯ রানে ৩ উইকেট হারিয়ে ২২৯ রান করে চট্টগ্রাম। ৩১৪ রানে এগিয়ে রয়েছে। আজ আরও কিছু রান যোগ করে ইনিংস ঘোষণা করে দিয়ে রাজশাহীকে হারানোর সুযোগও নিতে পারে চট্টগ্রাম। এনরিকে, মেসি ও ইনিয়েস্তার পক্ষে জাভি স্পোর্টস রিপোর্টার ॥ চুক্তি নবায়নের বিষয়ে অনেক ধরনের গুঞ্জনই শোনা যাচ্ছে। বর্তমান কোচ লুইস এনরিকের মেয়াদ চলতি মৌসুম শেষেই সমাপ্ত হবে। আর আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির চুক্তি নবায়ন নিয়ে বিতর্ক চলছেই। কারণ আলোচনায় কোন অগ্রগতি নেই এ বিষয়ে। স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার আরেক অপরিহার্য খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়েও কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু বার্সার সাবেক অধিনায়ক জাভি মনেপ্রাণেই চান চলতি মৌসুম শেষ হওয়ার পরও এ তিনজন বার্সায় থাক। বার্সার বর্তমান অধিনায়ক ইনিয়েস্তার সঙ্গে চুক্তির মেয়ার আর ১৮ মাস পরেই শেষ হয়ে যাবে। মৌসুম শেষে চুক্তি শেষ হবে কোচ এনরিকের। কিন্তু স্প্যানিশ গণমাধ্যমগুলোর দাবি ইতোমধ্যেই এনরিকের উত্তরসূরি হিসেবে অন্য কাউকে চিন্তাভাবনায় আনা শুরু করে দিয়েছে ক্যাম্প ন্যূ। কারণ এনরিকে নিজেই মেয়াদ বর্ধিত করবেন কিনা সে বিষয়ে কোন নিশ্চয়তা দিতে নারাজ। মেসির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়েও কোন ইঙ্গিত পাওয়া যায়নি। এ বিষয়টি নিয়ে বেশ চিন্তিত সাবেক অধিনায়ক জাভি। তিনি গত মৌসুমে এনরিকের প্রথম দায়িত্বের বছরেই বার্সার হয়ে ট্রেবল জয়ের স্বাদ নিয়েছেন। জাভি বলেন, ‘আমি ইনিয়েস্তা, মেসি এবং এনরিকে এ তিনজনকেই আগামী বছর দেখতে চাই। এটাই আমার একমাত্র পছন্দ ও চাওয়া। কারণ সেক্ষেত্রেই শুধু বার্সাকে একটা ভাল অবস্থায় দেখতে পাওয়ার সম্ভাবনা থাকবে। বার্সা বিশ্বের অন্যতম বড় একটি ক্লাব। এখানে অনেক ধরনের চাপ থাকে, প্রতি বছরই একাধিক শিরোপা জয়ের প্রয়োজনীয়তা থাকে। তাই বার্সার জন্য একজন কোচ বদলানো খুবই স্বাভাবিক একটা ঘটনা। লুইস এনরিকে দেখে মনে হচ্ছে তিনি বেশ ভালই উপভোগ করছেন। কিন্তু এরপরও তিনি ঝামেলায় আছেন।’ ৮ জানুয়ারি ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগায় আবার যাত্রা শুরু হবে বার্সার। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৬ পয়েন্টের ব্যবধান কমানোর দিকেই নিশ্চিতভাবে মনোযোগ থাকবে কাতালানদের। রিয়াল এই মুহূর্তে আছে লীগ টেবিলের শীর্ষে। জিনেদিন জিদানের শিষ্যরা এ মৌসুমে এখন পর্যন্ত অপরাজেয়। মর্যাদার এল ক্ল্যাসিকোয় বার্সা-রিয়াল ম্যাচ হয়েছে ড্র। শেষ মুহূর্তে সার্জিও রামোসের হেডে সমতা এনেছিল রিয়াল।
×