ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শুধু ১০০ মিটার নিয়েই ভাবছেন বোল্ট

প্রকাশিত: ০৬:১৭, ৩০ ডিসেম্বর ২০১৬

শুধু ১০০ মিটার নিয়েই ভাবছেন বোল্ট

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারের ১২ বছর পেরিয়ে গেছে। তবে সবেমাত্র বয়স ৩০! কিন্তু জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট মনে করছেন অনেক হয়েছে, আর নয়। কারণ বেশিদিন ট্র্যাক এ্যান্ড ফিল্ডের জগতে থাকলে ইনজুরি সমস্যা ছাড়াও সবচেয়ে বড় বাধা হবে গতিটা ধরে রাখা। এ কারণে গৌরব নিয়েই চলে যেতে চান বিশ্বরেকর্ডধারী এ স্প্রিন্টার। মাত্র ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার শেষ করার রেকর্ড গড়ে এখন পর্যন্ত তিনিই সর্বকালের সেরা গতিধর মানব। এ বছর রিও ডি জেনিরো অলিম্পিকে তৃতীয়বারের মতো ট্রেবল জয়ের অসামান্য ইতিহাস গড়েছেন। অলিম্পিকে আর নয় সেটাও জানিয়ে দিয়েছিলেন। এবার সব ধরনের প্রতিযোগিতা থেকেই বিদায় নেবেন। নতুন বছরই শেষ মৌসুম ‘বিদুৎ’ বোল্টের। ক্যারিয়ারের শেষ মৌসুমটা অনেক বেশি উপভোগ করতে চান। এ কারণে ২০১৭ সালে শুধু ১০০ মিটারেই দৌড়ানোর চিন্তাভাবনা করছেন এ জ্যামাইকান তারকা। চিতার মতো ক্ষিপ্র, অন্য যেকোন প্রতিযোগীর কাছে অধরা। ২০০৮ সালের বেজিং অলিম্পিকে যে জয়যাত্রা শুরু হয়েছিল সেটা আর থামেনি। গতির লড়াইয়ে কেউ ছুঁতে পারেননি বোল্টকে। একের পর এক নতুন রেকর্ডের জন্ম দিয়েছেন আর নিজেকে করেছেন অস্পৃশ্য। তবে বিভিন্ন সময়ে বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠেছিলেন দুই মার্কিন স্প্রিন্টার টাইসন গে ও জাস্টিন গ্যাটলিন। সাম্প্রতিক সময়ে তো গ্যাটলিন ছিলেন বড় হুমকি। কিন্তু প্রতিযোগিতায় নামার আগে যে আলোচনা সবকিছুকেই মিথ্যা করে দিয়েছেন বোল্ট। প্রতিবারই জিতেছেন তিনিই। বোল্টের চেয়ে বয়সের ৪ বছর বেশি গে, গ্যাটলিনের। উভয়ে ক্যারিয়ার অব্যাহত রেখেছেন। এখন পর্যন্ত সরে দাঁড়ানোর বিষয়ে কোন ধরনের মন্তব্যই করেননি। কিন্তু এবার রিও অলিম্পিকে টানা তৃতীয়বারের মতো ট্রেবল জয়ের ইতিহাস গড়ে বোল্ট ঘোষণা দিয়েছেন আর অলিম্পিকে অংশ নেবেন না তিনি। এবার ক্যারিয়ারেরও ইতি টানার সময়ে এসে গেছে। গৌরবময় এক ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এ বিষয়ে বোল্ট বলেন, ‘এই মুহূর্তে এটাই আমার শেষ মৌসুম। তাই আমার শুধু নামতে হবে এবং উপভোগ করতে হবে। আমি মনে করি আমরা গত ১০ বছর ধরে দারুণ কিছু কাজের স্বাক্ষী হয়েছি। সুতরাং এটাই আমার শেষ মৌসুম হিসেবে নির্ধারণ করেছি। আর নয়, এবার চলে যেতে হবে।’ ২০০৮ বেজিং, ২০১২ লন্ডন এবং ২০১৬ রিও- এই তিন অলিম্পিকেই পুরুষদের ১০০, ২০০ ও ৪ী১০০ মিটার রিলে স্প্রিন্টে অপ্রতিরোধ্য বোল্ট চ্যাম্পিয়ন হয়েছেন। ১০০ মিটারে ৯.৫৮ সেকেন্ড এবং ২০০ মিটারে ১৯.১৯ সেকেন্ড টাইমিং নিয়ে বিশ্বরেকর্ড আছে তার। সবমিলিয়ে ১১ বিশ্ব চ্যাম্পিয়নশিপস স্বর্ণপদকও আছে তার সংগ্রহশালায়। তবে এ বছর ক্যারিয়ারের শেষ মৌসুমে শুধু ১০০ মিটারেই নজর দেবেন। এ বিষয়ে বোল্ট বলেন, ‘সব মনোযোগ শুধু ১০০ মিটারে। আর আমি শুধু চেষ্টা করব এ মৌসুমটা উপভোগ করার। খুব বেশি মানসিক চাপ নিতে চাই না।’ তবে এ বছর খুব বেশি প্রতিযোগিতায় অংশ না নিলেও ২০১৭ সালে প্রচুর মিটে অংশ নেয়ার কথা জানালেন এ জ্যামাইকান গতি তারকা। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা করব শুধু আমার ভক্তদের জন্য। আমি মনে করি সবসময় তারা আমাকে প্রচুর ভালবাসা দেখিয়েছেন। তাই তাদের জন্যই সবখানে যেতে চাই এবং অবশ্যই নিজের সেরাটা প্রদর্শন করতে চাই।’
×