ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বৈরাচার হতে চান না ইনফ্যান্টিনো

প্রকাশিত: ০৬:১৫, ৩০ ডিসেম্বর ২০১৬

স্বৈরাচার হতে চান না ইনফ্যান্টিনো

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘদিন ধরেই বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ করার দাবি আছে। ৩২ দল নিয়েই এতদিন বিশ্বকাপ আয়োজিত হয়েছে। সেটা বাড়ানোর বিষয়ে বর্তমান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো নিজেই একজন প্রস্তাবক। তবে এই প্রস্তাব প্রতিষ্ঠিত করার বিষয়ে তিনি স্বৈরাচারী মনোভাব দেখাতে চান না বলেই জানিয়েছেন। ২০২৬ বিশ্বকাপ থেকে দল বাড়িয়ে ৪৮ করার প্রস্তাবনা দিয়েছেন ইনফ্যান্টিনো নিজেই। প্রস্তাব আছে ৪০ দেশের অংশগ্রহণে বিশ্বকাপ ফুটবল আয়োজনেরও। তবে ইনফ্যান্টিনোর ইচ্ছা সেটা ৪৮ করার। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি বেশ শক্তভাবেই বিশ্বাস করি দল বাড়ানো উচিত। কিন্তু আমি কোন স্বৈরাচার নয় যে এটা চাপিয়ে দিতে চাইব। এটা এমন একটি বিষয় যা আসলে অনেক আলোচনা করার প্রয়োজন আছে। এ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে যে আলোচনা হয়েছে সে সবই আছে পক্ষে। কিন্তু আরও আলোচনার প্রয়োজন আছে।’ ৪৮ দলের যে প্রস্তাবনা সেখানে বলা হয়েছে তিনটি দল করে মোট ১৬ গ্রুপে খেলা হওয়ার। এই প্রস্তাবনা উত্থাপন করা হবে আগামী মাসে অনুষ্ঠিতব্য ফিফা কাউন্সিলে। ইনফ্যান্টিনো মনে করছেন বিশ্বের সবচেয়ে বড় সামাজিক ও ক্রীড়া বিষয়ক ইভেন্টে এই বর্ধিত করার প্রস্তাবনাটা অনেক বড় বিষয়। তিনি মনে করেন এমন একটি আসরে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়া দেশগুলোর ওপর বড় একটা প্রভাব ফেলে। কোচেরা বরখাস্ত হন, খেলোয়াড়রা সমালোচিত হন। ক্লাবগুলো বিতর্কিত হয়। কিন্তু যদি কোন একটি দেশ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে এর প্রভাবটা হয় খুবই ইতিবাচক। বিশ্বকাপ খেলতে সক্ষম যেকোন দেশ ফুটবল নিয়েই বাঁচে এবং শ্বাস-প্রশ্বাসেও সবসময় ফুটবলই থাকে। সবার মধ্যে ফুটবলের প্রতি মনোযোগ বৃদ্ধি পায়। তবে ইতোমধ্যেই ইউরোপিয়ান ক্লাব এ্যাসোসিয়েশনগুলো এই দল বাড়ানোর প্রস্তাবনার বিরুদ্ধাচরণ করছে। তাদের দাবি এমনিতেই শীর্ষ পর্যায়ের ফুটবলাররা অনেক বেশি চাপের মধ্যে থাকেন। দল বাড়ানো হলে কলেবর বৃদ্ধি পাবে বিশ্বকাপের এবং খেলোয়াড়দের ওপর চাপটা আরও বাড়বে এমনটাই দাবি তাদের। এ কারণেই অনেক আলোচনার প্রয়োজন দেখছেন ইনফ্যান্টিনো।
×