ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হঠাৎ অবসরে ইভানোভিচ

প্রকাশিত: ০৬:১৪, ৩০ ডিসেম্বর ২০১৬

হঠাৎ অবসরে ইভানোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ হঠাৎ করেই টেনিস থেকে বিদায় নিলেন সার্বিয়ার আনা ইভানোভিচ। বিশ্বের টেনিসপ্রেমীদের অবাক করেই বুধবার জানিয়ে দিলেন আর কোর্টে নামবেন না সাবেক নাম্বার ওয়ান এই টেনিস তারকা। মূলত ফর্মহীনতা এবং ইনজুরির কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ২৯ বছর বয়সী আনা ইভানোভিচ। এ বিষয়ে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় সার্বিয়ান তারকা লিখেন, ‘আমি আর আমার সেরা ফর্মে খেলতে পারছি না। যে কারণেই দীর্ঘ ১৩ বছরের টেনিস জীবনের ইতি টানার কঠিন সিদ্ধান্ত নিচ্ছি।’ এ সময় ইভানোভিচ আরও বলেন, ‘আমি পাঁচ বছর বয়স থেকে মণিকা সেলেসের খেলা দেখে টেনিসে আসি ...। আমার পক্ষে অবসরের সিদ্ধান্তটা আসলেই খুব কঠিন ছিল।’ এখন পর্যন্ত সার্বিয়ান তারকার সর্বোচ্চ অর্জন ফ্রেঞ্চ ওপেন জয়। সে বছরই বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছিলেন তিনি। ছিলেন ১২ সপ্তাহ। এরপর টেনিস কোর্টে লড়াই চালিয়ে গেলেও কখনই স্বরূপে ফিরতে পারেননি তিনি। গত আগস্ট থেকে চোটের সঙ্গে লড়াই করছিলেন ইভানোভিচ। এ বছরে তার ম্যাচ জয়ের সংখ্যা মাত্র ১৬। নিষ্প্রভ পারফর্মেন্সের কারণে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৬৩ নাম্বারে ছিটকে পড়েন ইভানোভিচ। বিদায় বেলায় তার সব পুরনো সুঃখ-দুঃখের স্মৃতিও তুলে ধরেন সার্বিয়ান তারকা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নাম্বার স্থানটি দখল করেছিলাম আমি এবং ২০০৮ সালে রোঁলা গ্যারোয় চ্যাম্পিয়ন হই। টেনিসের চূড়ায় উঠেছি আমি কিন্তু কখনই অর্জনের স্বপ্ন থেকে বিচ্যুত হয়নি। ১৫টি ডব্লিউটিএ ট্যুর এককের শিরোপা জিতেছি। তিনটি গ্র্যান্ডসøামের ফাইনাল খেলেছি, ফেড কাপের ফাইনালেও খেলার যোগ্যতা অর্জন করেছি। এছাড়াও অসংখ্য স্মরণীয় ম্যাচে অংশগ্রহণ করেছি। পেশাদার ক্রীড়ার সর্বোচ্চ পর্যায়ে উঠে উপলব্ধি করতে পেরেছি যে শারীরিকভাবে সর্বোচ্চ ফিট থাকাটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এটা সকলেরই জানা যে, আমি বার বার ইনজুরি দ্বারা আক্রান্ত হয়েছি।’ চলতি বছরের সেপ্টেম্বরে মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েন ইভানোভিচ। এরপর বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পঞ্চাশ থেকেও ছিটকে যান তিনি। ২০১০ সালের পর এবারই প্রথম র‌্যাঙ্কিংয়ে তার এতটাই বিপর্যয় ঘটে। চোট আর ফর্মহীনতার বিপক্ষে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়া সার্বিয়ান তারকা অবশেষে বিদায় বলতেই বাধ্য হলেন। তবে বিদায়ী বছরটা তার কাছে স্মরণীয় হয়ে থাকবে আরও একটি কারণে। কেননা চলতি বছরেই যে সাবেক জার্মান তারকা বাস্তিয়ান শোয়ানস্টাইগারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বর্তমানে স্বামীর সঙ্গে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরেই বসবাস করছেন সার্বিয়ার এই টেনিস তারকা। টেনিসকে বিদায় বলে দেয়া ইভানোভিচকে সত্যিকারের চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন ডব্লিউটিএয়ের চেয়ারম্যান স্টিভ সিমোন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইভানোভিচ সত্যিকারের চ্যাম্পিয়ন। ক্রীড়া জগতের মহিলা টেনিসের একজন দূত তিনি। ক্রীড়ায় তার অবদান প্রশংসনীয়। তার নিজের দেশ সার্বিয়া এমনকি বিশ্বক্রীড়াতেও। নিশ্চিতভাবেই আমরা সকলেই মিস করব তাকে।’ শুধু টেনিস কোর্টের অসাধারণ পারফর্মেন্সের কারণেই নয়, ইভানোভিচ মডেলিংয়েও আলো ছড়িয়েছেন। অসাধারণ রূপ-গুণে সার্বিয়ান তারকা বিশ্বের কোটি কোটি টেনিসপ্রেমীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হবে অকল্যান্ড ক্লাসিক। যেখানে খেলার কথা ছিল তার। এরপর জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হবে মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম অস্ট্রেলিয়ান ওপেন। যেখানে থাকবেন না ইভানোভিচ। এবার সার্বিয়ান তারকার সঙ্গে মেলবোর্নে অনুপস্থিত থাকবেন ভিক্টোরিয়া আজারেঙ্কাও। বেলারুশ সুন্দরী না থাকার কারণ অবশ্য ভিন্ন। সম্প্রতি যে মা হয়েছেন তিনি। তবে সেরেনা-কারবার এবং মারে-জোকোভিচ-ফেদেরাররা ঠিকই অস্ট্রেলিয়ান ওপেনে আলো ছড়াতে প্রস্তুত।
×