ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুমিল্লা বোর্ডে কমেছে জিপিএ-৫

প্রকাশিত: ০৬:১১, ৩০ ডিসেম্বর ২০১৬

কুমিল্লা বোর্ডে কমেছে জিপিএ-৫

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৯ ডিসেম্বর ॥ কুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় গড় পাসের হার ৮৯ দশমিক ৬৮। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেলেও পাসের হার, জিপিএ-৫ ও শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। ছেলেদের গড় পাসের হার ৯০ দশমিক ৬৬ এবং মেয়েদের ৮৮ দশমিক ৯৭ শতাংশ। বোর্ড সূত্রে জানা যায়, এ বছর ২ লাখ ৫৮ হাজার ১৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ লাখ ৩১ হাজার ৫২৮ জন। এর মধ্যে ছেলে ৯৮ হাজার ৬৬৮ জন এবং মেয়ে পরীক্ষার্থী ১ লাখ ৩২ হাজার ৮৬০ জন। এদিকে গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বাড়লেও কমেছে জিপিএ-৫ ও পাসের হার। গত বছর ২ লাখ ৪১ হাজার ৫৪১ জনের মধ্যে পাস করেছিল ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন। গত বছর পাসের হার ছিল ৯২ দশমিক ৫১ শতাংশ।
×