ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে এবারও মেয়েরা এগিয়ে

প্রকাশিত: ০৬:১১, ৩০ ডিসেম্বর ২০১৬

বরিশালে এবারও মেয়েরা এগিয়ে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৩৮ শতাংশ। ১ লাখ ১৭ হাজার ৫২০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ১০ হাজার ৭৭১ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৫৭০ শিক্ষার্থী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফলের পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আনোয়ারুল আজিম। তিনি জানান, এ বছরও বরিশাল শিক্ষা বোর্ডে মেধা তালিকায় মেয়েরা এগিয়ে। মেয়েদের পাসের হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯১০ জন। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬৬০ জন। পাসের হার ৯৬ দশমিক ৯৮ শতাংশ। শিক্ষা বোর্ডে এবারও ঝালকাঠী প্রথম ॥ মেধা তালিকা হিসেবে বরিশাল শিক্ষা বোর্ডে এবারও প্রথম হয়েছে ঝালকাঠী জেলা। গত বছরের ন্যায় দ্বিতীয় ভোলা, তৃতীয় বরিশাল, চতুর্থ পটুয়াখালী, পঞ্চম ও ষষ্ঠস্থানে রয়েছে পিরোজপুর এবং বরগুনা জেলা। ঝালকাঠী জেলার ১০ হাজার ৬৫৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০ হাজার ১৬৮ জন। পাসের হার ৯৮ দশমিক ১৭ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৫৭ জন। ভোলায় পাসের হার ৯৮ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৭২ জন। ১৮ হাজার ৩১৩ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭ হাজার ১৮৩ জন। বরিশালে পাসের হার ৯৭ দশমিক ৯৮ শতাংশ। ৩৮ হাজার ৭৭০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৬ হাজার ৭৮৫ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪১ জন। পটুয়াখালীতে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৪৪ জন। ২০ হাজার ৮৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৯ হাজার ৭১৫ জন। পাসের হার ৯৭ দশমিক ১০ শতাংশ। পিরোজপুরে ১৫ হাজার ৪৯৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৫০৭ জন। পাসের হার ৯৬ দশমিক ২৪ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৫৫ জন। বরগুনায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪০১ জন। ১৩ হাজার ৩৯৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২ হাজার ৪১৩ জন। পাসের হার ৯৫ দশমিক ৮৪ শতাংশ।
×