ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যশোরে জিপিএ-৫ বেড়েছে

প্রকাশিত: ০৬:১০, ৩০ ডিসেম্বর ২০১৬

যশোরে জিপিএ-৫ বেড়েছে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) ফলে যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে। জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩ পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৫ হাজার ১৭২ জন বৃদ্ধি পেয়েছে। তবে পাসের হার ৯৫ দশমিক ৩৫ শতাংশ হয়েছে। যা গত বছরের তুলনায় শূন্য দশমিক ৯ শতাংশ কম। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব যশোরে জেএসসি ফল ঘোষণা করেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র। তিনি জানান, সব স্তরে পরীক্ষার ফল ভাল হয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে। ভাল ফলের জন্য বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষকদের মতামত গ্রহণ ও প্রশ্ন ব্যাংকের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি কাটানোর উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষার্থীরা বাইমুখী হচ্ছে। এতে ধারাবাহিকভাবে ফল ভাল হচ্ছে। প্রকাশিত ফল অনুযায়ী, চলতি বছর জেএসসি পরীক্ষায় ২ লাখ ১৩ হাজার ৩৪০ পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এদের মধ্যে ২ লাখ ৩ হাজার ৪২৮ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩ জন, এ গ্রেড- ৮২ হাজার ৯৩৯ জন, এ মাইনস- ৪৪ হাজার ৬৬২ জন, বি গ্রেড- ৩৩ হাজার ৯১৬ জন, সি গ্রেড- ১৯ হাজার ৪৭১ জন ও ডি গ্রেড পেয়ে ৪৩৭ জন উত্তীর্ণ হয়েছে। ২০১৫ সালে বোর্ডে ২ লাখ ৯ হাজার ৮৩৮ শিক্ষার্থীর মধ্যে ছাত্র ১ লাখ ৮৩৩ ও ছাত্রী ১ লাখ ৯ হাজার ৫। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ২৭৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৮৩১ জন। বোর্ডের ফলে দেখা গেছে, এবার বোর্ডের ৯৯৯টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর এ সংখ্যা ছিল ৮২৬টি। কোন শিক্ষার্থী পাস করেনি এমন প্রতিষ্ঠান এবার নেই যশোর বোর্ডে।
×