ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৬ স্কুলে কেউই পাস করেনি

প্রকাশিত: ০৬:০৯, ৩০ ডিসেম্বর ২০১৬

৬ স্কুলে কেউই পাস করেনি

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০১৬ সালের জেএসসি পরীক্ষায় ৬ শিক্ষা প্রতিষ্ঠানে ১ জনও পাস করেনি। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান জানান, চলতি বছরের জেএসসি পরীক্ষায় ৬ স্কুলে একজনও পাস করেনি। অকৃতকার্য ৬ স্কুল হলো ২ পরীক্ষার্থীর নীলফামারী সদর উপজেলার ভাঙ্গামারী জুনিয়র হাই স্কুল, ১ পরীক্ষার্থীর দিনাজপুরের খানসামা উপজেলার মারগাঁও আদর্শ জুনিয়র স্কুল, ২ পরীক্ষার্থীর ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নন্দুয়ার জুনিয়র স্কুল এবং ৪ পরীক্ষার্থীর পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার টেপরিগঞ্জ জুনিয়র বালিকা বিদ্যালয়, ৭ পরীক্ষার্থীর বোদা উপজেলার বামনহাট জুনিয়র বালিকা উচ্চ বিদ্যালয় ও ২ পরীক্ষার্থীর পঞ্চগড় সদরের গোলাহা কান্তমনি জুনিয়র স্কুল।
×