ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ছাত্রীদের পাসের হার বেশি

প্রকাশিত: ০৬:০৯, ৩০ ডিসেম্বর ২০১৬

দিনাজপুরে ছাত্রীদের পাসের হার বেশি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) পাসের হার ৯২ দশমিক ৯৯। ২৭ হাজার ৮৯ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও বেশি। বৃহস্পতিবার ২০১৬ সালের জেএসসি পরীক্ষার ফল ঘোষণা করেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান। ঘোষিত ফলের পরিসংখ্যান অনুযায়ী পাসের হার ৯২ দশমিক ৯৯ ভাগ। গত বছর পাসের হার ছিল ৯১ দশমিক ৫২ ভাগ। ২ লাখ ২১ হাজার ২৪৩ পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেন ২ লাখ ১৬ হাজার ৭২১। এর মধ্যে ১ লাখ ১১ হাজার ৭৪৭ ছাত্রী ও ১ লাখ ৪ হাজার ৯৭৪ ছাত্র। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২ লাখ ১ হাজার ৫২৫ জন। ছাত্রীদের পাসের হার ৯৩ দশমিক ৪১। পাসের হারে ছাত্রীদের তুলনায় পিছিয়ে আছে ছাত্ররা। তাদের পাসের হার ৯২ দশমিক ৫৪ ভাগ।
×