ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:০৮, ৩০ ডিসেম্বর ২০১৬

টুকরো খবর

ভোলায় জাল নোট জব্দ নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৯ ডিসেম্বর ॥ ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের চকডোস গ্রামে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ভেজাল পণ্য তৈরির কারখানার মালামাল ও সরঞ্জাম জব্দ করেছে। এ সময় এক নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে। ডিবি পুলিশের ওসি আক্তারুজ্জামান জানান, বুধবার গভীর রাতে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোস গ্রামের জনৈক সিরাজের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ নকল চাপাতা, সরিষার তেল, ডিটারজেন্ট পাউডার উদ্ধার ও নকল পণ্য তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় তাছলিমা নামের এক নারীকে আটক করা হয়। এছাড়া অন্য এক অভিযানে পাশের বাড়ি থেকে এক হাজার টাকার ৬২টি জাল নোটসহ নাছিমা নামের এক নারীকে আটক করেছে পুলিশ। গাইবান্ধায় মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৯ ডিসেম্বর ॥ স্কুলে স্কুলে পুনঃভর্তির নামে-বেনামে শিক্ষার্থীদের ওপর ফি আরোপের প্রতিবাদে বৃহস্পতিবার জেলা শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ছাত্রফ্রন্ট জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। এতে বক্তব্য রাখেনÑ সংগঠনের জেলা সভাপতি শামীম আরা মিনা, সাধারণ সম্পাদক পরমানন্দ দাস, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম মিলন প্রমুখ। বক্তারা বলেন, গাইবান্ধা জেলার বিভিন্ন স্কুলে পুনঃভর্তির নামে এবং নামে-বেনামে ইচ্ছামতো ফি আরোপ করে থাকে। অনেক স্কুলের শিক্ষকরা বলেন এটি বোর্ড নির্ধারিত ফি কিন্তু এটি বাস্তবে বোর্ড নির্ধারিত ফি নয়। তাই বক্তারা এই ফি বাতিলের দাবি ও সেই সঙ্গে শিক্ষাক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি বন্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার মূল কেন্দ্রে পরিণত করার দাবি জানান। নির্বাচিত সদস্যদের নিয়ে মতবিনিময় স্টাফ রিপোর্র্টার, রাজশাহী ॥ নির্বাচনের পরের দিনই রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও নারী সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বিজয়ী চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মহানগরীর উপশহরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পরিষদের নবনির্বাচিত সদস্যরা চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের নেতৃত্বে আগামী পাঁচ বছর ঐক্যবদ্ধ থেকে কাজ করার অঙ্গীকার করেন। মঙ্গলবার রাজশাহী জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বড় ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ আলী সরকার। এরপর থেকেই তাকে শুভেচ্ছা জানাতে তার বাসায় হাজারো মানুষের ঢল নামে। বৃহস্পতিবার সকাল থেকে আসতে থাকেন জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও নারী সদস্যরাও। দুপুর ১২টার মধ্যেই মোহাম্মদ আলী সরকারের বাসায় আসেন পরিষদের সকল সদস্য ও নারী সদস্যরা। এরপর তাদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সাধারণ সদস্য আসাদুজ্জামান মাসুদ, নাজমুল হুদা রানা, গোলাম মোস্তফা, আজিবর রহমান, নারী সদস্য জয়জয়ন্তি সরকারসহ সকল সদস্য উপস্থিত ছিলেন। এক লাখ ৭১ হাজার লিটার মদ ধ্বংস স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পার্বত্য লামায় অভিযান চালিয়ে এক লাখ ৭১ হাজার লিটার চোলাইমদ ও মদ তৈরির উপকরণ জব্দ করেছে কক্সবাজারের র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। লামার আজিজনগর হেডম্যানপাড়ায় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা এ অভিযান চালিয়েছে র‌্যাব। ওই সময় অবৈধভাবে মদ তৈরির অভিযোগে থোয়াউ খ্যং নামে এক রাখাইনকে আটক করা হয়েছে। বস্তাবন্দী যুবক উদ্ধার ॥ আটক তিন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলার বড় বাশাইল গ্রামের কালীখোলা থেকে বস্তাবন্দী অচেতন এক যুবককে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার রামানন্দেরআঁক গ্রামের আদিত্য বালার পুত্র বিমল বালা জানান, বড় বাশাইল গ্রামের সুনীল মিস্ত্রির পুত্র অরুণ মিস্ত্রির কাছে তার পাওনা টাকা চাওয়ায় দুইদিন পূর্বে তার সাথে বাগ্বিত-া হয়। এ ঘটনার জের ধরে বুধবার রাত আটটার দিকে তিনি (বিমল) বাশাইলহাট থেকে বাড়ি যাওয়ার পথে অরুণ মিস্ত্রিসহ ও তার চার সহযোগী বিমলের পথরোধ করে। এসময় তাকে (বিমল) বড় বাশাইল গ্রামের কালীখোলা নিয়ে মারধর করে মৃত ভেবে মুখে বিষ ঢেলে বস্তাভর্তি করে রাস্তার পাশে ফেলে রাখা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার জানান, স্থানীয়রা রাত বারোটার দিকে রাস্তার ওপর বস্তা দেখে সন্দেহবশত তাকে খবর দেয়। তাৎক্ষণিক তিনি (চেয়ারম্যান) বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ বস্তাভর্তি অবস্থায় বিমলকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। কালিহাতীতে ২ ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৯ ডিসেম্বর ॥ কালিহাতীতে বুধবার রাতে এলেঙ্গা-ভূঞাপুর সড়কের রেলক্রসিংয়ের সামনে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতিকালে কালিহাতী থানা পুলিশ ২ ডাকাতকে গ্রেফতার করেছে। আটককৃতদের মধ্যে একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আটককৃতরা হলো ভূঞাপুরের ভালকুড়িয়া গ্রামের মোতালেব (৩৮) ও সদর থানার অলোয়া গ্রামের তুলা মিয়া। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি লোহার রড, একটি চাপাতি, একটি রামদা ও রশি উদ্ধার করে। পুলিশ জানায়, সংঘবদ্ধ ডাকাত দলটিকে বিভিন্নভাবে গ্রেফতারের চেষ্টা চলছিল। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে শটগানের ৪ রাউন্ড গুলি করলে এলাকাবাসীর সহায়তায় একজনকে আহত অবস্থায়সহ ২ জনকে আটক করা হয়। বাকি ৫-৬ ডাকাত পালিয়ে যায়। পালিয়ে যাওয়াদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলোÑ এসকান ও ওয়াজকুরুনি। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। আসামিদের বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে। চার দোকান ভস্মীভূত স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বুধবার রাতে শহরের আলহাজ মোড়ের শহিদুল ভলকানাইজসহ চার দোকানে আগুন লেগে মবিল, এসিড ও টায়ার টিউবসহ বিভিন্ন মালামাল পুড়ে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জানা যায়, রাত পৌনে দশটায় শহিদুল ভলকানাইজের দোকানের ব্যাটারির চার্জার থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চার দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এসময় দোকান মালিকরা দিগি¦দিক ছুটাছুটি করতে থাকে। ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই আলআমিন অটো, এসবি ট্রেডার্স ও সাহা রিপিয়ারিং ওয়ার্কশপের মবিল, এসিড, টায়ার টিউব ও কীটনাশক সারবীজ পুড়ে যায়। পলাতক আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২৯ ডিসেম্বর ॥ শাহজাদপুরে পলাতক আসামি গ্রেফতার হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় পুলিশ উপজেলার গালা ইউপির গালা গ্রাম থেকে মোক্তার সরদারের পুত্র সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোতালেবকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। মতবিনিময় সভা স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ শ্যামনগরে ‘তাপমাত্রা বৃদ্ধি ও উপকূলীয় অঞ্চলে গ্রামীণ নারীর টিকে থাকার সংগ্রাম’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় শ্যামনগর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গবেষণা প্রতিষ্ঠান বারসিক এ সভার আয়োজন করে। শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সদস্য দেলায়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা শ্যামনগর উপজেলা শাখার চেয়ারম্যান শাহানা হামিদসহ সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, ডাঃ আব্দুর রাজ্জাক, সিরাজুল ইসলাম, কৃষাণী ফরিদা পারভীন, অল্পনা রানী, মারুফ হোসেন মিলন প্রমুখ। শীতবস্ত্র বিতরণ নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৯ ডিসেম্বর ॥ ঘাটাইল উপজেলায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘাটাইল উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা ড. নুরুল আলম তালুকদারের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন। কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৯ ডিসেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইক্বরা কিন্ডারগার্টেনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভুলতা এলাকায় এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইক্বরা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ও পরিচালক সফিকুল ইসলাম। এতে উপস্থিত ছিলেনÑ শিক্ষক আলেয়া আক্তার, আসমা আক্তার, রোমানা আক্তার রুমি, রোকসানা আক্তার, ওয়ালীউল্লাহ মোল্লা, হালিমা খাতুন, রোকসানা আক্তার, মাহমুদুল হাসান, উম্মে জান্নাতুল ফেরদৌসি, উর্মিলা আক্তার, মনোয়ারা খাতুন, অভিভাবক মামুন মিয়া, সাইফুল ইসলাম প্রমুখ। বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২৯ ডিসেম্বর ॥ বৃহস্পতিবার সকালে কেশবপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হয়েছে। শহরের পাঁজিয়া সড়কে ওই ম্যুরাল উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। এ সময় তিনি মোনাজাত ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান এইচএম আমির হোসেন ও পৌরসভার পক্ষে মেয়র রফিকুল ইসলাম মোড়ল পুষ্পাঞ্জলি প্রদান করেন। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
×