ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বন্ড সুবিধায় আমদানি পণ্য আটক

প্রকাশিত: ০৬:০৮, ৩০ ডিসেম্বর ২০১৬

চট্টগ্রামে বন্ড সুবিধায়  আমদানি পণ্য  আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর কোরবানিগঞ্জ এলাকায় কাভার্ডভ্যানসহ আটক করা হয়েছে বন্ড সুবিধায় আমদানি করা বিপুল পরিমাণ পলিপ্রোপাইলিন (পিপি)। বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে কাভার্ডভ্যানটি আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি টিম। জানা যায়, কাভার্ডভ্যানে ভর্তি করে পণ্যগুলো ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। আগে থেকেই গোয়েন্দা বিভাগের কাছে তথ্য থাকায় নগরীর দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন কর্মকর্তারা। কোরবানিগঞ্জ এলাকায় রাত ১১টার দিকে একটি কাভার্ডভ্যান আটক করা হয়। ভ্যানটি রাতেই কাস্টমস হাউসে নিয়ে যাওয়া হয়। এতে রয়েছে বন্ডের সুবিধা ব্যবহার করে আমদানি করা পলিপ্রোপাইলিন। শতভাগ রফতানিমুখী শিল্পগুলোর জন্য বন্ডের আওতায় শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির বিধান রয়েছে। শর্ত অনুযায়ী উৎপাদিত পণ্য ফের বিদেশে রফতানি করতে হয়।
×