ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেরপুরে জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন

প্রকাশিত: ০৬:০৮, ৩০ ডিসেম্বর ২০১৬

শেরপুরে জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের  আগুন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৯ ডিসেম্বর ॥ জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে জেলা নির্বাচন অফিসের নিচতলায় সদর উপজেলা নির্বাচন অফিসের গোডাউনে দুর্বৃত্তদের দেয়া আগুনে প্রায় ৩শ’ স্বচ্ছ ব্যালট বাক্স পুড়ে গেছে। ওই সময় আগুন দেখে অফিসে থাকা কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। দ্রুত ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক ডাঃ এএম পারভেজ রহিম, পুলিশ সুপার রফিকুল হাসান গনি ও র‌্যাব কর্মকর্তাসহ প্রশাসন ও পুলিশের কর্তাব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, আনুমানিক ভোর সাড়ে ৩টার দিকে কে বা কারা জেলা সার্ভার স্টেশন অফিসের সদর উপজেলা নির্বাচন অফিসের জানালার কাঁচ ভেঙ্গে গোডাউনে রক্ষিত স্বচ্ছ ব্যালট বাক্সে আগুন দেয়।
×