ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঘরে বসেই উপার্জন সম্ভব ॥ পলক

প্রকাশিত: ০৬:০৭, ৩০ ডিসেম্বর ২০১৬

ঘরে বসেই উপার্জন সম্ভব ॥ পলক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ফ্রি-ল্যান্সিং দিয়ে দেশের অর্থনৈতিক চাকা শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক এমপি। তিনি বলেন, বেকারত্ব পেছনে ফেলে ই-কমার্স, ই-শপ ইত্যাদি দিয়ে আমরা আয় করতে চাই। আগামী দুই মসের মধ্যে কক্সবাজার থেকে ২ শত জন ফ্রি-ল্যান্সার তৈরি হবে। পর্যায়ক্রমে তা দুই হাজারে পৌঁছবে। মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার বিয়াম অডিটরিয়াম সংলগ্ন মাঠে দিনব্যাপী ‘লার্নিং এ্যান্ড আর্নিং’ মেলার উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। প্রতিমন্ত্রী পলক বলেন, অর্থ উপার্জনের জন্য মানুষ জীবন ঝুঁকি নিয়ে সাগরে মাছ ধরতে যায়। অনেকে বিদেশে কায়িক শ্রম করে দেশে পাঠায়। অতিরিক্ত শারীরিক শ্রম বিসর্জন দিয়ে এখন আর আয় করতে হবে না। একটু মেধা খাটালেই ঘরে বসে আয়-রোজগার করা সম্ভব। সে পথেই এগোচ্ছে সরকার। ইতোমধ্যে আমরা সফলতাও পাচ্ছি। সবাইকে সঙ্গী করে আমরা পরিপূর্ণ ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই। জেলা প্রশাসক আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার সদর আসনের এমপি সাইমুম সরওয়ার কমল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক বনমালী ভৌমিক, লার্নিং এ্যান্ড আর্নিং প্রকল্প পরিচালক তপন কুমার নাথ। সভায় কক্সবাজারের ৩ জন সেরা ফ্রি-ল্যান্সারকে পুরস্কৃত করা হয়।
×