ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দাউদকান্দিতে ডাকাতি ॥ গৃহবধূ নিহত

প্রকাশিত: ০৬:০৭, ৩০ ডিসেম্বর ২০১৬

দাউদকান্দিতে ডাকাতি ॥  গৃহবধূ নিহত

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ২৯ ডিসেম্বর ॥ দাউদকান্দিতে ডাকাতির ঘটনায় স্বপ্না বেগম (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে উপজেলার তিনচিটা গ্রামের খলিল মাস্টারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। চার ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। নিহত গৃহবধূ ওই গ্রামের খলিল মাস্টারের ছেলে গোলাম কিবরিয়ার স্ত্রী ও দুই শিশুসন্তানের জননী। মডেল থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা প্রেরণ করেছে। আহত গৃহকর্তা গোলাম কিবরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, উপজেলার বারপাড়া ইউনিয়নের তিনচিটা গ্রামের খলিল মাস্টারের ছেলে সিএনজিচালক ও মালিক গোলাম কিবরিয়া দেড় লাখ টাকায় তার একটি সিএনজি বিক্রি করেন। ওই টাকার উদ্দেশ্যে বুধবার গভীর রাতে ৫-৬ জনের একটি ডাকাতদল ঘরে প্রবেশ করে চেতনানাশক ওষুধের মাধ্যমে গৃহকর্তাকে অজ্ঞান করে। ওই সময় গৃহবধূ ডাকাত বলে চিৎকার দিলে তাকেও চেতনানাশক ওষুধ দিয়ে মুখ চেপে ধরলে তিনি জ্ঞান হারান। ডাকাতদল ঘরের আলমারি ভেঙ্গে চার ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে ডাকাতদল চলে গেলে পাশের ঘরের লোকজন আহতদের গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপ্না বেগমকে মৃত ঘোষণা করেন।
×