ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শহীদদের পরিবারে ক্ষোভ ৪৫ বছরেও নির্মিত হয়নি স্মৃতি ভাস্কর

প্রকাশিত: ০৬:০৭, ৩০ ডিসেম্বর ২০১৬

শহীদদের পরিবারে ক্ষোভ ৪৫ বছরেও নির্মিত হয়নি স্মৃতি ভাস্কর

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ২৯ ডিসেম্বর ॥ মহান মুক্তিযুদ্ধের ৪৫ বছর পেরিয়ে গেলেও পীরগঞ্জের বধ্যভূমিতে নির্মিত হয়নি স্মৃতিসৌধ। ফলে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। ’৭১-এর মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত শহীদদের স্মারক চিহ্নগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধ চলাকালে এ উপজেলায় পাক হানাদার বাহিনীর হাতে যেসব মানুষ শহীদ হয়েছেন তাদের সঠিক হিসেবও নেই। এছাড়া যেসব শহীদ বুদ্ধিজীবী পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে শহীদ হয়েছিল, সেসব শহীদদের কবরস্থানগুলো সরকারীভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি। পরিবারের সদস্যরা রাষ্ট্রীয়ভাবে কোন সম্মাননা ও সুযোগ-সুবিধা পায়নি। ’৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত, মুক্তিযুদ্ধের সংগঠক, তৎকালীন আওয়ামী লীগের প্রবীণ নেতা শহীদ ডাঃ সুজা উদ্দিন আহমদ, শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক গোলাম মোস্তফা, পীরগঞ্জের প্রথম শহীদ বীর মুক্তিযোদ্ধা আবু ইসাহাকসহ অনেক শহীদ পরিবারের মধ্যে হতাশা বিরাজ করছে। রাষ্ট্রীয়ভাবে এসব শহীদ বুদ্ধিজীবীদের ও বধ্যভূমিগুলোতে স্মৃতিসৌধ নির্মাণ করা প্রয়োজন। শহীদ বুদ্ধিজীবী ডাঃ সুজা উদ্দিন আহমদের ছেলে পীরগঞ্জ সরকারী কলেজ উপাধ্যক্ষ বদরুল হুদা ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া মুক্তিযোদ্ধাদের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর এখনও এ উপজেলায় নির্মিত হয়নি। এক বছর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের স্মৃতি ভাস্কর তৈরি করার জন্য কমিটি গঠন করা হলেও তা এখনও আলোর মুখ দেখেনি। শহীদ বুদ্ধিজীবী ও শহীদ মুক্তিযোদ্ধাদের কবরস্থানগুলো সরকারীভাবে রক্ষণাবেক্ষণ, রাষ্ট্রীয়ভাবে তাদের পরিবারের স্বীকৃতি ও সম্মাননা দেয়া প্রয়োজন বলে এলাকার সুশীল সমাজ দাবি জানান।
×